Voltas Share: সারা দেশ জুড়েই শীত শেষ, হু হু বেড়েছে গরমের মাত্রা। প্রতিদিনই পারদ চড়ছে বলা চলে। কিছুদিন মাঝে ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিললেও গরম সেভাবে কমেনি। আর এই কারণে দেশজুড়ে বেড়ে চলেছে এসির বিক্রি। দুরন্ত চাহিদার কারণে টাটা গ্রুপের (Voltas AC Sale) এসি নির্মাতা সংস্থা ভোল্টাসের বিগত অর্থবর্ষে দুর্ধর্ষ বিক্রি বেড়েছে।


নতুন রেকর্ড ভোল্টাসের


একটি বিবৃতিতে ভোল্টাস (Voltas AC Sale) সংস্থা জানিয়েছে যে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভোল্টাসের ২০ লক্ষ এসি বিক্রি হয়েছে। একটি অর্থবর্ষে এককভাবে কোনও সংস্থা এই প্রথম এত বিপুল হারে এসি বিক্রি করেছে। ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে এই সংস্থার বিক্রি ৩৫ শতাংশ বেড়েছে এবং ২০ লক্ষ ইউনিটের সীমাও পেরিয়ে গিয়েছে।


কেন বাড়ছে চাহিদা


সংস্থা জানিয়েছে যে এই এসির (Voltas AC Sale) বিক্রি বেড়ে যাওয়ার পিছনে প্রচুর কারণ রয়েছে যা কিনা সংস্থার বিক্রিকে গত অর্থবর্ষে ভালভাবে প্রভাবিত করেছে। প্রথমত, সারা বছর ধরেই শীতলকারক যন্ত্রের চাহিদা বেশ ভালই থাকে। তার উপর, অনলাইন ও অফলাইন দুই তরফেই দুরন্ত নেটওয়ার্ক, নতুন আবিষ্কার এই সংস্থার বিক্রিকে ত্বরান্বিত করেছে। ভোল্টাসের বিক্রি ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ৭২ শতাংশ বেড়ে গিয়েছে।


এই বছর বিক্রি আরও বাড়ার আশা


এসির জন্য ভারত বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম বাজার। ভারতের তাপমাত্রা এমনিতেই অনেকটা বেশি, ১৪০ কোটির জনসংখ্যার দেশে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবও খুব বেশি। গত এক বছরে দেখা গিয়েছে গৃহস্থালির এসি বিক্রি হয়েছে ১ কোটি ইউনিট। এই বছর বিক্রি আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থা। ২০২৪-২৫ অর্থবর্ষে ১.৫০ কোটি ইউনিট এসি বিক্রি হতে পারে বলেই আশা রাখছে ভোল্টাস। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এসির বিক্রিও বাড়বে এই বছর।


১৩ শতাংশ বেড়েছে শেয়ারের দাম 


রেকর্ড বিক্রির তথ্য সামনে আসতেই ভোল্টাসের (Voltas Share Price) শেয়ারের দাম ছুঁয়ে ফেলে ১৩৯২ টাকার সীমা। এই বছরের শুরু থেকে ধরলে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩৬ শতাংশ। আর গত এক বছরে এই শেয়ার বেড়েছে ৬১ শতাংশ। HSBC এর আগে ১৩৫০ টাকার একটা টার্গেট প্রাইস ধার্য করেছিল, সেই সীমাও পেরিয়ে গিয়েছে ভোল্টাসের শেয়ার। ১৩ শতাংশ বেড়ে এখন এই শেয়ার ট্রেড করছে ১৩৯২ টাকার স্তরে।   


আরও পড়ুন: FD Interest Rate: স্থায়ী আমানতে এবার ৮.৮৫ শতাংশ সুদ দেবে এই সংস্থা, কারা পাবেন ?