Adani Group Stocks: শুক্রবার ২৩ অগাস্ট একটি ব্লক ডিলের মাধ্যমে গৌতম আদানি অম্বুজা সিমেন্টের ২.৮৪ শতাংশ স্টেক বিক্রি করতে পারেন। এই ব্লক ডিলের মাধ্যমে বাজার থেকে ৪২০০ কোটি টাকা সংগ্রহ করতে চাইছেন গৌতম আদানি। আদানি গ্রুপের (Adani Group) এনটিটি হোল্ডেরিন্ড ইনভেস্টমেন্টস একটি ব্লক চুক্তির মাধ্যমে অম্বুজা সিমেন্টের ৬৯.৯৬ মিলিয়ন শেয়ার বিক্রি করার প্রস্তুতি নিয়েছে। এর জন্য প্রতি শেয়ারের ফ্লোর প্রাইস ধার্য করা হয়েছে ৬০০ টাকা। অম্বুজা সিমেন্টের শেয়ারের দাম বৃহস্পতিবার বাজার বন্ধের সময় ৬৩২ টাকায় (Ambuja Cement) ট্রেড করছিল, সেই দাম থেকে ৫ শতাংশ ছাড়ে দেওয়া হবে এই শেয়ার। অম্বুজা সিমেন্টের বাজার মূলধন ১.৫৬ লক্ষ কোটি টাকা। মূলত জেফারিজ ব্রোকারেজ ফার্ম এই ব্লক ডিলের উপদেষ্টা থাকছে।
অম্বুজা সিমেন্টে আদানি গ্রুপের মোট ৭০.৩৩ শতাংশ শেয়ার রয়েছে, অন্যদিকে হোল্ডেরিন্ড ইনভেস্টমেন্টের কাছে শেয়ার আছে ৫০.৯০ শতাংশ। ২০২২ সালে আদানি গ্রুপ এই অম্বুজা সিমেন্ট এবং এসিসি সিমেন্ট কিনেছিল। আদানি গ্রুপের আদানি সিমেন্ট দেশের সবথেকে বড় সিমেন্ট বিপণনকারী সংস্থা যার মধ্যেই রয়েছে অম্বুজা সিমেন্ট, এসিসি এবং সাঙ্ঘি এন্টারপ্রাইজ। এই ২০২৪ সালের জুন মাসে অম্বুজা সিমেন্টের পক্ষ থেকে পেন্নাও সিমেন্ট কেনার ঘোষণা করা হয়েছে।
অম্বুজা সিমেন্ট মোট ১০,৪২২ কোটি টাকায় পেন্নাও সিমেন্টের ১০০ শতাংশ স্টেক কিনে নিয়েছে। এই অধিগ্রহণের মাধ্যমে বার্ষিক সিমেন্ট উৎপাদন ক্ষমতা ১৪ মিলিয়ন টন বৃদ্ধি পেয়ে এখন হয়েছে বছরে ৮৯ মিলিয়ন টন।
হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের পর অম্বুজা সিমেন্টের শেয়ারে বড় পতন দেখা দিয়েছে। ২০২৩ সালের ৩০ জানুয়ারি অম্বুজা সিমেন্টের স্টকের দাম কমে এসেছিল ৩৮০ টাকায়। তারপর ফের এই স্টকের দাম বেড়েছে খানিকটা, রিকভারি এসেছে। আর তারপর স্টকের দাম বেড়েছে ৮৬ শতাংশ। এখন সেই শেয়ারের দাম রয়েছে ৭০৬ টাকার আশেপাশে। ২০২৪ সালে শুধুমাত্র এই অম্বুজা সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে ১৬ শতাংশ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: IREDA Share Price: বাজার থেকে ৪৫০০ কোটি টাকা তুলতে চায় সংস্থা, খবর পেতেই ১১ শতাংশ লাফ দিল এই স্টক