SC Judgment On Adani: আদানি-হিন্ডেনবার্গ মামলায় (Adani-Hindenburg Case) আপাত স্বস্তি পেল আদানি গোষ্ঠী (Adani Group)। বুধবার এই মামলার রায়ে শীর্ষ আদালত (Supreme Court) বলেছে, 'SEBI থেকে SIT-তে এই মামলা স্থানান্তর করার কোনও ভিত্তি নেই।' তবে এই মামলার সঙ্গে জড়িত বাকি কেস তিন মাসের মধ্যে সম্পূর্ণ করতে বলেছে সুপ্রিম কোর্ট।
কী বলেছে শীর্ষ আদালত
আজ সুপ্রিম কোর্ট আদানি গোষ্ঠীর উপর ওসিসিআরপি রিপোর্ট সম্পর্কে বলেছে, ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র তদন্তকে সন্দেহ করার প্রয়োজন নেই। তাই সেবি থেকে এসআইটিতে এই তদন্ত স্থানান্তর করার কোনও ভিত্তি নেই। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভারতীয় কর্পোরেট জায়ান্ট আদানি-হিন্ডেনবার্গ দ্বন্দ্বের পিটিশনের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছে। এদিন সুপ্রিম কোর্ট তার রায়ে উল্লেখ করে বলেছে, OCCPR রিপোর্টের ওপর নির্ভরতা ঠিক নয়। কোনও তদন্ত ছাড়াই তৃতীয় পক্ষের সংস্থার প্রতিবেদনেকে ভিত্তি হিসাবে ধরা যায় না।
প্রধান বিচারপতি কী বলেছেন
রায়দান করার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, "সেবি-র নিয়ন্ত্রক কাঠামোতে প্রবেশ করার ক্ষেত্রে আদালতের ক্ষমতা সীমিত। এফপিআই এবং এলওডিআর আইনে সংশোধনী প্রত্যাহার করার জন্য সেবিকে নির্দেশ দেওয়ার জন্য কোনও বৈধ ভিত্তি নেই। এই আইনগুলি কোন দুর্বল নয়। সেবি ইতিমধ্যেই এই মামলার সঙ্গে সম্পর্কিত 22টি বিষয়ের মধ্যে 20টির তদন্ত শেষ করেছে৷ সলিসিটর জেনারেলের আশ্বাসকে বিবেচনায় রেখে, আমরা সেবিকে 3 মাসের মধ্যে অন্য দুটি ক্ষেত্রে তদন্ত শেষ করার নির্দেশ দিচ্ছি।"
রায়ের পর গৌতম আদানির পোস্ট
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি একে সত্যের জয় বলে অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন- ''সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করে যে সত্যের জয় হয়েছে। সত্যমেব জয়তে। যারা একসাথে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ভারতের বৃদ্ধিতে আদানি গ্রুপের অবদান অব্যাহত থাকবে।''
আদানিদের বিরুদ্ধে কী অভিযোগ
গত বছরের জানুয়ারিতে আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। অভিযোগে বলা হয়েছিল, ঘুর পথে আদানি গ্রুপ তাদের শেয়ারের দাম বাড়িয়েছে। এছাড়াও কোম্পানির ভাবমূর্তি ভাল দেখাতে দশক ধরে হিসেবে কারচুপি করেছে কোম্পানি। হিন্ডেনবার্গের অভিযোগের পর SEBI তার তদন্ত শুরু করে। সুপ্রিম কোর্টের নজরদারিতে হয় এই তদন্ত।
Adani Group Update: হিন্ডেনবার্গ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এবার মুখ খুললেন আদানি