Share Market Update: টানা পতনের পর ঘুরে দাঁড়াচ্ছে আদানির বেশকিছু স্টক (Adani Group Stocks)। সোমবার সপ্তাহের প্রথম দিনে ৯ শতাংশের বেশি ওপর উঠেছে আদানি পোর্ট। যদিও আদানি গ্রুপের সব স্টকে এই উত্থান দেখা যায়নি।
Stock Market Update: আদানি গোষ্ঠীর স্টকে নতুন মোড় ?
আদানি গ্রুপের শেয়ারের ক্রমাগত পতন ও বাজারে গোষ্ঠীর স্টক সম্পর্ক বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে নতুন রাস্তায় হাঁটছে কোম্পানি। বর্তমানে আদানি গ্রুপের কোম্পানিগুলির প্রোমোটাররা বন্ধক শেয়ারগুলি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ কোম্পানির প্রোমোটাররা 1.114 বিলিয়ন ডলার (9100 কোটি টাকা) মিটিয়ে তিনটি কোম্পানি আদানি পোর্টস , আদানি গ্রিন এনার্জি ও আদানি ট্রান্সমিশনের কিছু প্রতিশ্রুতিবদ্ধ শেয়ার আগেই ভাঙার সিদ্ধান্ত নিয়েছে।
Adani Group Stocks: আজ আদানি গোষ্ঠীর স্টকের অবস্থা ?
আজ বাজার নেতিবাচক থাকলেও ইতিবাচক রূপ দেখিয়েছে আদানি পোর্ট। দিনের শেষে ৯ শতাংশের ওপরে ক্লোজ করেছে এই স্টক। দিনের শেষ এই স্টক ৫৪৫.৪৫ টাকায় দৌড় থামায়। এদিন ৯.৩৪ শতাংশ উঠেছিল এই স্টক। সব মিলিয়ে সারাদিনে ৪৬.৬০ টাকা ওঠে আদানির এই 'মাদার বিজনেস'। যদিও আদানি গ্রিন, আদানি এন্টারপ্রাইজ, আদানি ট্রান্সমিশন ছাড়াও আদানি উইলমারে আগের মতোই পতন দেখা গিয়েছে।
Stock Market: আজ কেমন ছিল বাজারের অবস্থা ?
আজ সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে ভারতীয় শেয়ারবাজারে লেনদেন কমেছে। ব্যাঙ্কিং, আইটি ও মেটাল শেয়ারে প্রফিট বুকিংয়ের কারণে বাজারে এই পতন দেখা গেছে। আজকের লেনদেন শেষে বিএসই সেনসেক্স ৩৩৫ পয়েন্ট কমেছে ও ৬০,৫০৬ পয়েন্টে বন্ধ হয়েছে। একই সময়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৯০ পয়েন্টের পতনের সঙ্গে ১৭,৭৬৪ পয়েন্টে বন্ধ হয়েছে।
Share Market Update: কোন খাতের কী অবস্থা ছিল ?
আজকের ট্রেডিং সেশনে, এফএমসিজি, ফার্মা, মিডিয়া, ইনফ্রা, কনজিউমার ডিউরেবলস ও হেলথ কেয়ার সেক্টরের শেয়ারে কেনাকাটা হয়েছে। ব্যাঙ্কিং আইটি, অটো, মেটাল, এনার্জি সেক্টরের শেয়ারের পতন হয়েছে। তবে, মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলিতে দুর্দান্ত কেনাকাটা হয়েছে।
আজ, 50টি নিফটি স্টকের মধ্যে 18টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে। সেখানে ৩২টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে৷ অন্যদিকে, সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ৯টি লাভের সঙ্গে বন্ধ হয়েছে ২১টিতে লোকসান হয়েছে। আদানি গ্রুপের ১০টি স্টকের মধ্যে ৪টি স্টক বেড়েছে ও ৬টি কমেছে। দ্রুত স্টকের মধ্যে রয়েছে আদানি পোর্টস, অম্বুজা সিমেন্ট, এসিসি ও এনডিটিভি।