Cyber Fraud: দেশে ক্রমেই বেড়ে চলেছে অনলাইনে সাইবার জালিয়াতির সংখ্যা। আর এই সাইবার জালিয়াতি নিয়ে এখন চিন্তিত দেশের সরকারও। সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হল। এই ধরনের জালিয়াতির (Cyber Scam) ফাঁদে পা দিয়ে সাধারন মানুষ যাতে তাদেরত কষ্টার্জিত অর্থ না খুইয়ে বসেন, সেই জন্য নানাভাবে সতর্ক করছে কেন্দ্র সরকার। এবার প্রকাশ্যে এল পোস্ট অফিসের নামে (Post Office Scam Alert) জালিয়াতির কথা। প্রতারকরা পোস্ট অফিসের নাম করে মেসেজ পাঠিয়ে টাকা লুট করছেন বলে জানা গিয়েছে।


PIB ফ্যাক্ট চেক কী বলছে


পিআইবি ফ্যাক্ট চেক জানাচ্ছে যে, সাধারণ মানুষকে বেশ কিছু ক্ষেত্রে পোস্ট অফিসের নাম করে ঠিকানা আপডেট করার জন্য মেসেজ পাঠানো হচ্ছে। আর সেই মেসেজে মানুষকে কিছু নির্দিষ্ট সময়ের উল্লেখ করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যদি তারা সেই নির্ধারিত সময়ের মধ্যে ঠিকানা আপডেট না করেন, তাহলে তাদের নামে পোস্ট অফিসের তরফে একটি পার্সেল আসার কথা ছিল, সেটি ফেরত চলে যাবে।


কীভাবে ফাঁদে ফেলছেন প্রতারকরা


প্রতারকদের চক্র এই মেসেজে সাধারণ মানুষকে জানাচ্ছে যে, একজন ব্যবহারকারীর থেকে একটি প্যাকেজ আসার কথা আছে, আর সেই প্যাকেজ ফেরত চলে যাবে যদি তারা ঠিকানা আপডেট না করেন। আর এই ঠিকানা আপডেট না করার কারণে সেই প্যাকেজটা ডেলিভার করা হবে না। ফেরত চলে যাবে সেই প্যাকেজ। আর এই মেসেজের মধ্যেই একটি লিঙ্ক দেওয়া থাকে, এই লিঙ্কে ক্লিক করেই ঠিকানা আপডেট করে নিতে হবে বলে জানায় প্রতারকরা। ঘরে বসে সঙ্গে সঙ্গেই গ্রাহকরা এই ঠিকানা আপডেট করে নিতে পারেন এবং ঠিকানা আপডেট করার ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্যাকেজ তারা নির্ধারিত ঠিকানায় পেয়ে যাবেন বলে আশ্বাস দেওয়া হয় প্রতারকদের তরফে।


মিথ্যে প্যাকেজের কথা বলা হয়


আদপে এমনটা ঘটে না। কারণ কোনও প্যাকেজই আসার কথা ছিল না। সাধারণ মানুষ এত কিছু না বুঝে এই ফাঁদে পা দেয়। তারা লিঙ্ক খুলে ঠিকানা আপডেট করতে থাকে। আর সেই লিঙ্কটি এমন এক ওয়েবসাইটের যেখানে ঠিকানা সহ সমস্ত তথ্য দেওয়ার পর সর্বস্বান্ত হয়ে যায় মানুষ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা কেটে নেয় প্রতারকরা।


ভুলেও এই লিঙ্কে ক্লিক নয়, সতর্কবার্তা কেন্দ্রের


পিআইবি ফ্যাক্ট চেক জানায় যে এই ধরনের মেসেজ আসলে ভুয়ো। ইন্ডিয়া পোস্ট ঠিকানা আপডেটের জন্য এই ধরনের কোনও মেসেজ পাঠায় না। ফলে এই ধরনের মেসেজ এলে তা এড়িয়ে চলাই উচিত। কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা উচিত নয়।


আরও পড়ুন: Petrol Diesel Price: ১০০-র নিচেই পেট্রোলের দাম এই শহরগুলিতে, কোথায় সস্তা হল জ্বালানি তেল ?