Advance tax payment Deadline: আগামী ১৫ ডিসেম্বরই শেষ দিন। তার আগেই জমা (Investment) করে ফেলতে হবে অগ্রিম কর (Advance tax payment)। এই সময়ের মধ্যে কর জমা না করলে দিতে হতে পারে অতিরিক্ত সুদ, দিতে হতে পারে জরিমানাও। প্রতিটি অর্থবর্ষেই করদাতাকে নির্দিষ্ট হারে কর জমা করতে হয় সরকারি কোষাগারে। তাও আবার একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই। সম্পূর্ণ বছরের করের মূল্য একজন করদাতা চাইলে কিস্তিতে কিস্তিতে ভেঙেও জমা করতে পারেন আর তাকেই বলে অগ্রিম কর প্রদান।


কোনও করদাতাকে যদি কোনও একটি অর্থবর্ষে ১০ হাজার টাকা কর দিতে হয়, সেক্ষেত্রে অগ্রিম কর জমার নিয়মানুসারে তাকে পুরো অর্থবর্ষের মধ্যে নির্দিষ্ট সময়সীমা মেনে কিস্তিতে পুরো কর ভেঙে ভেঙে জমা করতে হবে। সেক্ষেত্রে প্রতিটি কিস্তির একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে, সরকারিভাবে ঘোষিত।


কাদের দিতে হবে অগ্রিম কর?


আয়কর আইন, ১৯৬১-এর ২০৮ নং ধারা অনুযায়ী টিডিএস (TDS) গণনার পরেও যদি কোনও করদাতাকে ১০ হাজার টাকা বা তার বেশি কর দিতে হয় সেক্ষেত্রে তাকে অগ্রিম কর (Advance tax payment) জমা করতে হবে বাধ্যতামূলকভাবে। এক্ষেত্রে ষাটোর্ধ্ব কোনও করদাতা যিনি ব্যবসা করেন না, তিনি এই আইনের আওতায় পড়বেন না। অর্থাৎ তাকে অগ্রিম কর দিতে হবে না। তাছাড়া চাকুরীজীবী, ব্যবসায়ী সকলকেই এই নিয়মের আওতায় অগ্রিম কর জমা করতে হবে।


কীভাবে জমা করবেন অগ্রিম কর?


সাধারণ করের মত বছরের শেষে একবারে মোটা অঙ্কের টাকা কর জমা করার মত নয় এই অগ্রিম কর। এক্ষেত্রে বছরের মধ্যে প্রত্যেক কোয়ার্টারে কিছু কিছু করে কর দেওয়া বাধ্যতামূলক। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য অগ্রিম কর জমার তারিখ হল- ১৫ জুন, ১৫ সেপ্টেম্বর, ১৫ ডিসেম্বর এবং ১৫ মার্চ।


কত টাকা অগ্রিম কর দিতে হবে?


করের পরিমাণের ১৫ শতাংশ দিতে হবে জুন মাসে। তারপর ৪৫ শতাংশ দিতে হবে সেপ্টেম্বর মাসে। এরপরে করের ৭৫ শতাংশ ১৫ ডিসেম্বরের মধ্যে জমা করা জরুরি আর ১৫ মার্চের মধ্যে সম্পূর্ণ কর অগ্রিম (Advance tax payment) জমা করা আবশ্যিক।


অগ্রিম কর জমা না করলে কি জরিমানা?


অগ্রিম কর দেওয়া বাধ্যতামূলক হলে, সময়ে কর (Income Tax) জমা না পড়লে জরিমানা দিতে হতে পারে। ২৩৪বি ও ২৩৪ সি ধারা অনুসারে মাসিক ১ শতাংশ হারে জরিমানা দিতে হয় করদাতাকে।


আরও পড়ুন: এবার কোন পথে যাবে বাজার , বুধের মার্কেট দিল সেই ইঙ্গিত, আজ গতি দেখাল কারা ?