Air India News: এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা এই দুই বিমান পরিষেবা সংস্থা এবার জুড়ে যাচ্ছে। আর এই মার্জিং প্রক্রিয়া খুব দ্রুত চলছে। এই বছরের মধ্যেই এই মার্জিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই দুটি বিমান পরিষেবা সংস্থা মিলিয়ে মোট ১৮ হাজার কর্মী কাজ করেন। এর মধ্যে এই মার্জিং প্রক্রিয়ার কোপে পড়তে পারেন ৫০০ থেকে ৬০০ জন কর্মী (Air India VRS)। অর্থাৎ এর ফলে চাকরি যেতে পারে বহু কর্মীর। তবে কি এবার এয়ার ইন্ডিয়াতেও কর্মী ছাঁটাই ? এয়ার ইন্ডিয়া (Air India News) এবারে চালু করল ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম। স্থায়ী গ্রাউন্ড স্টাফদের জন্য চালু হয়েছে এই বিশেষ সিস্টেম।


এই বছরেই জুড়ে যাবে এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা


টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইনসের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ভিস্তারা বিমান পরিষেবা সংস্থা। এই ভিস্তারার সঙ্গে জুড়ে যাবে এবার এয়ার ইন্ডিয়া। একটি সংবাদসূত্রের খবরে জানা গিয়েছে, এবারে সংস্থা জুড়ে যাওয়ার ফলে এত বিপুল গ্রাউন্ড স্টাফ রাখার দরকার পড়বে না। ফলে বহু কর্মী কাজ হারাতে পারেন। আর তাই গ্রাউন্ড স্টাফদের স্বেচ্ছা অবসর নেওয়ার সুবিধে দিচ্ছে এয়ার ইন্ডিয়া।


কর্মীরা চাইলে VRS ও VSS নিতে পারেন


একটি বার্তায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে, গ্রাউন্ড স্টাফরা এবারে চাইলে স্বেচ্ছা অবসর নিতে পারেন। এয়ার ইন্ডিয়ায় ৫ বছর ন্যূনতম কাজ করেছেন এমন কর্মীদের জন্য এই ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম চালু করেছে এয়ার ইন্ডিয়া। অন্যদিকে ৫ বছরের কম কাজ করেছেন এমন কর্মীদের জন্য চালু করা হয়েছে ভলান্টারি সেপারেশন স্কিম। তবে এয়ার ইন্ডিয়া এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। একটি বার্তায় এয়ার ইন্ডিয়া তাঁর কর্মীদের জানিয়েছে, পাইলট এবং কেবিন কর্মী ছাড়া সমস্ত স্থায়ী গ্রাউন্ড স্টাফ এই স্কিমের সুবিধে পাবেন। ১৬ অগস্ট পর্যন্ত এই দুটি স্কিমের সুবিধে পাওয়া যাবে।


AIX Connect এবং Air India Express সংস্থাও জুড়ে যাবে


সূত্রের খবরে জানা যাচ্ছে যে, দুটি বিমান পরিষেবা সংস্থাই কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে। কিছু কর্মীকে টাটা গ্রুপের অন্য সংস্থায় কাজ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার জুড়ে যাওয়ার কারণে এমন বেশ কিছু পদের আর কোনও দরকার হবে না। এয়ার ইন্ডিয়ার সহকারী সংস্থা AIX Connect এবং Air India Express-ও জুড়ে যেতে পারে। আর এই দুটি সংস্থা জুড়ে গেলে একটা বিপুল বাজেটের বিমান পরিষেবা সংস্থায় পরিণত হবে।


আরও পড়ুন: Stocks To Buy: দারুণ রিটার্ন দিতে পারে টায়ার প্রস্তুতকারী সংস্থার এইসব স্টক, কেনা আছে ?