Tyre Stocks: ব্রোকারেজ হাউজ প্রভুদাস লীলাধর (Prabhudas Liladhar) সম্প্রতি তাদের একটি থিমেটিক রিপোর্টে জানিয়েছে যে বাজারে টায়ার প্রস্তুতকারী সংস্থার স্টকগুলিতে আসতে পারে দারুণ রিটার্ন। এই ব্রোকারেজ হাউজ জানাচ্ছে যে অ্যাপোলো টায়ারস, জে কে টায়ারস, সিট ইত্যাদি সংস্থার স্টকগুলি কেনা থাকলে আপনি বিপুল মুনাফা পাবেন খুব কম সময়ে। বিনিয়োগকারীদের এই তিন স্টক (Stocks To Buy) কেনার পরামর্শও দিয়েছে এই ব্রোকারেজ সংস্থা।


টায়ার স্টকগুলিতে বুলিশ ইঙ্গিত দিচ্ছে এই ব্রোকারেজ হাউজ


প্রভুদাস লীলাধর সংস্থার টেকনিক্যাল রিসার্চ ডেস্কের থিমেটিক টেকনিক্যাল কল অনুযায়ী বিনিয়োগকারীদের টায়ার প্রস্তুতকারী সংস্থার স্টকে বিনিয়োগ করতে বলা হচ্ছে। সেই রিপোর্টে জানানো হয়েছে অ্যাপোলো টায়ারের স্টকের দাম এখন চলছে ৫৪৮ টাকা। এই স্টকের দাম ৬৮৬ টাকা পর্যন্ত যেতে পারে বলে জানা গিয়েছে। ২৫.৯০ শতাংশ বাড়তে পারে স্টকের দাম। স্টপ লস রাখতে হবে ৫০০ টাকায়। এই রিপোর্ট অনুসারে স্টকের দাম ৫৬০ টাকায় গেলেই ব্রেক আউট করবে এই স্টক। এরপরেই হু হু করে বাড়বে এই দাম।


CEAT Limited সংস্থার স্টকের দাম এখন চলছে ২৭১০ টাকায়, সেই স্টকের দামে এই ব্রোকারেজ ফার্ম টার্গেট প্রাইস দিয়েছে ৩৩৫০ টাকা। ২৩.৬৫ শতাংশ বাড়তে পারে স্টকের দাম। ২৫২০ টাকায় স্টপ লস রাখতে বলেছে এই স্টকের দামে। ব্রোকারেজ ফার্ম জানিয়েছে যে, ২৯৪০ টাকার সীমা পেরোলেই এই স্টকে ব্রেক আউট দেবে। এরপরে আরও দাম বাড়তে পারে এই স্টকের।


জে কে টায়ার্সের স্টকেও আসবে মুনাফা, জানাচ্ছে ব্রোকারেজ ফার্ম। ৪৭৭ টাকা থেকে এই স্টকের দাম বেড়ে হতে পারে ৬০০ টাকা। ২৫.৮০ শতাংশ বাড়তে পারে দাম। ৪৩৫ টাকায় রাখতে হবে স্টপলস। 


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Mutual Fund: ১৫ হাজারের SIP-তেই জমাতে পারবেন ৫০ লাখ টাকা, এই ৫ ফান্ড দিয়েছে বিপুল মুনাফা