করুণাময় সিংহ, মালদা: মালদার সামসি জিয়াগাছি বাইপাস এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজন লরি চালকের (Malda News)। গুরুতর জখম অবস্থায় লরির খালাসিকে নিয়ে যাওয়া হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে এই ঘটনার পর চাঁচল থানার পুলিশের ভূমিকায় নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চাঁচল-সামসি জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। বৃহস্পতিবার এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে।
আরও পড়ুন: Tribeni News: ত্রিবেণীতে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার, উদ্ধার করলেন মাঝিরা
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে সামসি জিয়াগাছি বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে চাঁচলগামী একটি ১৪ চাকার লরি সজোরে ধাক্কা মারে। লরিতে বোঝায় ছিল এনটিপিসির ছাই। চাঁচলের কোনও ইটভাটার উদ্দেশ্যে যাচ্ছিল। এই ঘটনার পর বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে এসে লরির চালক এবং খালাসিকে উদ্ধার করার চেষ্টা চালায়। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয়ে লরি চালকের। সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর দেওয়া হয় চাঁচল থানা ও চাঁচল দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা।
ঘটনাস্থলে দমকলের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় দু'আড়াই ঘণ্টার চেষ্টায় খালাসিকে উদ্ধার করা হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সামসি-চাঁচল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে সকালবেলাতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। অবরোধ তুলতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় চাঁচল থানার পুলিশকে। উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে গাফিলাতির অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে থাকে। পুলিশ কর্মীদের ধাক্কাও দিতে দেখা যায় অনেককে। পরে প্রচুর পুলিশকর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যদিও এখনও চাপা উত্তেজনা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।