Flight Offer: টাটা গ্রুপের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) এবার বড় ছাড় দিচ্ছে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে। খুব কম খরচে বিমানে চড়ার সুযোগ দিচ্ছে এই সংস্থা। বিমানের টিকিট বিক্রিতে এবার ফ্ল্যাশ সেল (Flight Offer) চালু করল এই বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।


মাত্র দু'দিনের জন্য এই অফার


এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই অফারে বিমানের টিকিট যাত্রীরা (Air India Express Discounts) কাটতে পারবেন মাত্র ৮৮৩ টাকায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২৮ জুন অর্থাৎ আজ পর্যন্তই চলবে এই ধামাকা অফার। ফলে হাতে আর বেশি সময় নেই। আজ রাত ১২টারর মধ্যেই বুক করে ফেলুন টিকিট। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই টিকিটে ভ্রমণ করতে পারবেন আপনি।


ওয়েবসাইট এবং অ্যাপ থেকে টিকিট বুকিং করুন


এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই ধামাকা অফারে, মাত্র ৮৮৩ টাকা থেকেই টিকিট বুকিং শুরু। এই টিকিটের নাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লাইট। এক্সপ্রেস ভ্যালু ক্যাটাগরির টিকিটের দাম শুরু ১০৭৬ টাকা থেকে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রীরা airindiaexpress.com ওয়েবসাইট থেকে এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মোবাইল অ্যাপ থেকে।


ব্যাগেজেও থাকছে অফার


ওয়েবসাইটের মাধ্যমে যে সমস্ত যাত্রী টিকিট (Air India Express Discounts) বুক করছেন, তারা সম্প্রতি লঞ্চ হওয়া জিরো চেক ইন এক্সপ্রেস লাইট ফেয়ার প্রকল্পের সুবিধে নিতে পারেন। যাত্রীরা এর সঙ্গে কোনও চার্জ ছাড়াই ৩ কেজি ওজন পর্যন্ত ব্যাগেজের জন্য আলাদা কেবিন বুক করে রাখতে পারেন আগে থেকে। এই অফারের মধ্যেই চেক-ইন ব্যাগেজ ১৫ কেজি পর্যন্ত ডোমেস্টিক ফ্লাইটে বুক করা যাবে মাত্র ১০০০ টাকায় এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এই চেক-ইন ব্যাগেজ বুক করা যাবে ১৩০০ টাকায়, তাও ২০ কেজি ওজনের জন্য।


এই যাত্রীদের জন্যই রয়েছে অফার


সংস্থা জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের লয়ালটি সদস্য ছাড়াও এই অফার পাবেন ছাত্র-ছাত্রী, প্রবীণ নাগরিক, ডাক্তার, নার্স, সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবার। অন্যদিকে লয়্যালটি সদস্যরা এই অফারে ১০০ টাকা থেকে ৪০০ টাকার ছাড় পাবেন এবং ৮ শতাংশ NewCoin পাবেন।


আরও পড়ুন: Gold Price: বিয়ের গয়না গড়াবেন ? সোনার দাম কি আজ বাড়ল না কমল ? দেখে নিন রেটচার্ট