নয়াদিল্লি: ৪ অক্টোবর (Amazon Great Indian Festival Sale) শুরু হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদল করল কোম্পানি। এবার আরও এগিয়ে এল অ্যামাজনের মেগা সেল। কেন এই তারিখ বদল তাও জানিয়ে দিল ই-কমার্স জায়ান্ট।


Amazon Great Indian Festival Sale-এর নতুন দিন
ঘোষণার ২ দিনের মধ্যেই বদলে গেল অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের(Amazon Great Indian Festival Sale)দিন। রবিবার কোম্পানি অফিশিয়ালি জানিয়েছে, আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে তাদের বাম্পার সেলের অফার। একদিন আগে এগিয়ে আনা হয়েছে সেলের দিন।


কেন এই দিন বদল Amazon-এর
গেজেট ৩৬০-কে অ্যামাজনের তরফে জানানো হয়েছে- ক্রেতাদের বিশ্বাস ও লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ীর সুবিধার কথা মাথায় রেখে সেলের দিন এগিয়ে আনা হয়েছে। উৎসবের মরশুমে সবাইকে সেরাটা দেওয়াই কোম্পানির মূল উদ্দেশ্য।সেই কারণেই এই দিন বদলের সিদ্ধান্ত।আগামী ৩ অক্টোবর (Amazon Great Indian Festival Sale)শুরু হচ্ছে। আগের মতোই অ্যামাজন প্রাইম মেম্বাররা আগে অফারে নেওয়ার সুযোগ পাবেন।


শুক্রবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা করেছিল আমেরিকান ই-কমার্স জায়ান্ট।যদিও এবার সেই দিন আরও একদিন এগিয়ে এল। এবারও উৎসবের মরশুমে সারা মাস জুড়ে চলবে এই মেগা ছাড়ের মেলা। কোম্পানির তরফে জানানো হয়েছে, এবার ১০০০-এরও বেশি নতুন প্রোডাক্ট লঞ্চ হবে এই মেলায়। যার মধ্যে Apple, HP, Lenovo, OnePlus, Samsung, Sony ও Xiaomi-র নাম রয়েছে।


অ্যামাজনের সেলে কী সুবিধা ?
ইতিমধ্যেই Flipkart Big Billion Days-এর দিনক্ষণ ঘোষণা করেছে ই-কমার্স কোম্পানি। আগামী ৭-১২ অক্টোবর টানা চলবে এই মেগ সেল। এবার ফ্লিপকার্টকে টক্কর দিতে আসছে Amazon Great Indian Sale। Amazon Great Indian Sale-এ HDFC Bank-এর সঙ্গে জুটি বাঁধবে ই-কমার্স জায়ান্ট।সেলের সময় HDFC Bank-এর ডেবিট অথবা ক্রেডিট কার্ডে জিনিস কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতা। Bajaj Finserv কার্ডেও পাবেন সুবর্ণ সুযোগ।এক লক্ষ টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে জিনিস কিনলে ইএমআই-এ কোনও ধরনের আলাদা টাকা নেবে না বাজাজ। কোম্পানির ডেবিট অথবা ক্রেডিট কার্ড দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম।