সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূলের রক্তদান শিবিরে চটুল নাচের অভিযোগ। যা ঘিরে সামনে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভাইরাল ভিডিও ঘিরে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তৃণমূল।


রবিবার রক্তদান শিবির নিয়ে বিতর্কে জড়াল তৃণমূল। দত্তপুকুরের ওই রক্তদান মঞ্চে টাঙানো ব্যানারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর সামনে, ডিজে বক্সে তারস্বরে বাজছে গান, সঙ্গে উদ্দাম নাচ। তৃণমূলের রক্তদান শিবিরের ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরেই এখন শোরগোল। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


আরও পড়ুন, ঘূর্ণিঝড়ের আগে দিঘাজুড়ে পুলিশি তৎপরতা, সৈকত ও উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারি


শুক্রবার দত্তপুকুরের কদম্বগাছিতে তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকালে রক্তদান শিবির হয়ে যাওয়ার পর, রাতে সেই মঞ্চেই শুরু হয় ডিজে চালিয়ে উদ্দাম নাচ, এমনটাই অভিযোগ। ঘটনার কথা স্বীকার করলেও, এ নিয়ে সামনে এসেছে তৃণমূলের দুই শিবিরের বিরোধ। 


দত্তপুকুরের তৃণমূল নেতা তথা উদ্যোক্তা মাফুজার রহমান বলেন, "পাড়ার কিছু ইয়ং ছেলে শুরু করেছিল, ৫ মিনিটও হয়নি, আমি মঞ্চে উঠে বন্ধ করে দিয়ে আসি, আমার বিরুদ্ধে কেউ চক্রান্ত করে থাকতে পারে।" অন্যদিকে, বারাসাত ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি আসাদুজ্জামান বলেন, "এটা ঠিক হয়নি। সংখ্যালঘু মঞ্চ থেকে এটা করা হয়। নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে।" 


আরও পড়ুন, দুর্গা 'অস্ত্রহীন'! বীরভূমে সিংহবাড়িতে 'অভয়া' মূর্তিতে পূজিত হন দেবী


এদিকে, এই ভিডিও সামনে আসার পরই, তৃণমূলের কড়া সমালোচনা করেছে বিজেপি।  কোটরা-কদম্বগাছির বিজেপির মণ্ডল সভাপতি অনিমেষ ঘোষ বলেন, এদের চরিত্র এমনই, রাজনৈতিক শিষ্টাচার নেই, ওরা এটা করবে এটা স্বাভাবিক ঘটনা।" 


অস্বস্তিতে পরে এই ঘটনা থেকে দূরত্ব রেখেছে জেলা তৃণমূল নেতৃত্ব। বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তপতী দত্ত বলেন, আমরা দুপুরে যাই, "তারপরে কী হয়েছে জানি না, খোঁজ নিয়ে দেখব। "