Amazon Great Republic Day Sale: মাত্র ৮ হাজারে পাবেন ১৮ হাজারের অফিস চেয়ার, ৭৯ টাকায় রান্নাঘরের জিনিসপত্র। এ ছাড়াও রয়েছে জামাকাপড়ের ওপর ৮০ শতাংশ ছাড়। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে রয়েছে আরও অনেক বড় অফার। প্রাইম সদস্যরা এই সেলে একদিন আগে থেকে কেনাকাটি করতে পারবেন। আগামী ১৭ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল।


এই লিঙ্কে ক্লিক করে দেখুন অ্যামাজনের সেল ও অফার


Republic Day Sale: এই সেলে বিশেষ কী ?


এই সেলের প্রতিটি সেগমেন্টে থাকছে ছাড় ও অফারের মেলা। ৮০টিরও বেশি নতুন পণ্য সেলে কিনতে পারবেন ক্রেতা। অ্যামাজনের এই সেলে শিশুর ডায়াপার ছাড়াও আনুষাঙ্গিক অন্য পণ্যগুলিতে ৫০ শতাংশের বেশি ছাড় পাওয়া যাবে। অ্যামাজনের কুপন পাওয়া যাবে ২০ লাখেরও বেশি পণ্যে।


এখানে পাবেন প্রেস্টিজের ১.৫ লিটারের বৈদ্যুতিক কেটলি মাত্র ৭৪৯ টাকায়। যার দাম আসলে ১১৪৯টাকা। সেরা অফিস চেয়ারেও পাবেন সেরা  ডিল। এই হাইচেয়ারটির দাম ১৭,৯৮০ টাকা। যদিও আপনি এটি মাত্র ৮৫৪০ টাকায় সেলে পাবেন।সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইলে ৪০শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ক্রেতা। সেইসঙ্গে হেডফোন ডিল পাবেন মাত্র ৬৯ টাকা থেকে।


এই লিঙ্কে ক্লিক করে দেখুন অ্যামাজনের সেল ও অফার


Great Republic Day Sale: সেলের হাইলাইটস
SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
ফ্রি হোম ডেলিভারি সুবিধা, পে অন ডেলিভারি ও সহজে রিটার্নের সুবিধা
 খেলনা ও বই বিক্রি শুরু ৪৯ টাকা থেকে।
Intel Core i5 সহ ল্যাপটপে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
 ৭৯ টাকা থেকে শুরু বাড়ি ও রান্নাঘরের আইটেম।
পোশাক ও গহনার উপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড়।