অ্যামাজন ইন্ডিয়ার ফুড ডেলিভারি সার্ভিস অ্যামাজন ফুড এই বছরের শেষেই বন্ধ হতে চলেছে। সম্প্রতি শোনা গিয়েছে এই তথ্য। প্রায় ২ বছর আগে জোম্যাটো এবং সুইগিকে পাল্লা দেওয়ার জন্য এই পরিষেবা চালু করেছিল অ্যামাজন ইন্ডিয়া। বেঙ্গালুরুতে অ্যামাজনের এই পরিষেবা পাওয়া যেত। এছাড়াও দেশের নির্দিষ্ট কিছু এলাকায় এই ফিচার চালু হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই অ্যামাজন অ্যাকাডেমি (ed-tech service) বন্ধ করে দিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এবছর ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন সংস্থা। প্রথম ধাপেই ১০ হাজার লোক কাজ হারিয়েছেন। আগামী বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।


২০২২ সালের মে মাসে অ্যামাজন ফুড লঞ্চ হয়েছিল ভারতে। জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর থেকে অ্যামাজনের এই পরিষেবা বন্ধ হয়ে যাবে। নিজেদের বিবৃতিতে তারা জানিয়েছে যে এই সিদ্ধান্ত আচমকা নেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, কোভিডের সময়কালে অ্যামাজন ফুড এবং অ্যামাজন অ্যাকাডেমি সাধারণ মানুষের কাজে লেগেছিল ব্যাপক ভাবে। অ্যামাজন ফুডের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি বসেই পেয়েছিলেন গ্রাহকরা। আর অ্যামাজন অ্যাকাডেমি সাহায্য করেছিল পড়ুয়াদের অনলাইন পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু বর্তমানে ভারতের বাজারে একাধিক অ্যাপের আধিপত্য রয়েছে। তাই প্রতিযোগিতায় টিকে থাকা বেশ মুশকিল। বিশেষজ্ঞদের অনেকেরই অনুমান অন্যান্য সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন কর্তৃপক্ষ। 


ইতিমধেই অ্যামাজন সংস্থা তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট ডিভিশন থেকেও হয়েছে কর্মী ছাঁটাই। এর পাশাপাশি এইচআর বিভাগে কর্মরতদের voluntary buyout offers- ও পাঠানো হয়েছে অ্যামাজনের তরফে। কত জন কর্মীকে ছাঁটাই করা হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। যেসব কর্মীকে ছাঁটাই করা হচ্ছে তাঁদের দু’মাসের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে বলা হয়েছে।


সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। অন্তত ৮৫৩টি কোম্পানি বিশ্বজুড়ে কমপক্ষে ১,৩৭,৪৯২ জন কর্মীকে ছাঁটাই করেছেন। এখানেই শেষ নয়। আগামী দিনে আরও কর্মী ছাঁটাই হবে বলে জানানো হয়েছে বিভিন্ন সংস্থার তরফে। layoffs.fyi (a crowdsourced database of tech layoffs) - এর ডেটা থেকে জানা গিয়েছে, কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে সেই আবহে ১৩৮৮টি টেক কোম্পানি মোট ২,৩৩,৪৮৩ জন কর্মীকে ছাঁটাই করেছেন। তবে ২০২২ সালে টেক ইন্ডস্ট্রির জন্য সবচেয়ে খারাপ সময়কাল।


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে এবার নিজেকেই মেসেজ করতে পারবেন ইউজাররা, আসছে নয়া ফিচার