Whatsapp Features: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার(Whatsapp Features) । মেটা অধিকৃত এই মেসেজিং অ্যাপ সংস্থা ঘোষণা করেছে যে হোয়াটসঅ্যাপে এবার চালু হবে 'মেসেজ ইওরসেলফ' (Message Yourself) ফিচার। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে একজন ইউজার নিজেকেই মেসেজ করতে পারবেন। অনেকসময়েই আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ এবং আরও অনেক কিছু মনে রাখতে হয়। সেক্ষেত্রে এই 'মেসেজ ইওরসেলফ' ফিচারের মাধ্যমে একজন ইউজার নিজেকেই নোট, রিমাইন্ডার, শপিং লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে রাখতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইফোন, দু'ক্ষেত্রেই এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত ইউজারদের জন্য চালু হবে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে বেশ কিছু নতুন ফিচার চালু হয়েছে। যেমন ভিডিও কলে একসঙ্গে ৩২ জন যুক্ত হতে পারবেন। এছাড়াও ইন-চ্যাট পোল ফিচার চালু হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে ১০২৪ জন যুক্ত হতে পারবেন।
হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট
সম্প্রতি হোয়াটসঅ্যাপ সংস্থা এমন একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে যার সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাস (Whatsapp Status) ভয়েস নোট (Voice Note)শেয়ার করতে পারবেন। বর্তমানে ইউজাররা হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও শেয়ার করতে পারেন। তবে নতুন ফিচার চালু হয়ে গেলে আগামী দিনে ইজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোটও শেয়ার করতে পারবেন। শোনা গিয়েছে, আপাতত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই ফিচারের টেস্টিং শুরু করেছেয়াইওএস বিটা ভার্সানে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo এই তথ্য প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানের ক্ষেত্রেও এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ স্টেটাসে ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস নোট শেয়ারের সুযোগ পাবেন ইউজাররা। তার সঙ্গে আবার যোগ করা যাবে টেক্সটও। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে সমস্ত ইউজারদের জন্য কবে এই ফিচার চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান এই ফিচার চালু হতে হয়তো আর বেশি দেরি নেই।
হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন লক ফিচার
এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানেও চালু হতে চলেছে স্ক্রিন লকের সুবিধা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo- র তরফেই একথা প্রকাশ্যে আনা হয়েছে। এই সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানের এই নয়া ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করবে বিটা ইউজারদের ক্ষেত্রে। ইউজারদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
আরও পড়ুন- প্রায় ৫০০ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ইউজারের ডেটা ফাঁস! বিক্রিও হচ্ছে হ্যাকার ফোরামে