Air Taxi: মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান এবং ভারতের অন্যতম প্রথম সারির ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা তাঁর এক্স হ্যান্ডলে প্রায়ই কিছু না কিছু নতুন বিষয়, ঘটনা তুলে ধরেন এবং তাঁর আকর্ষণীয় এই টুইট পোস্টগুলির জন্যও তিনি সমানভাবে জনপ্রিয়। দেশের প্রথম উড়ন্ত ট্যাক্সির (Air Taxi) ঝলক এবার তুলে আনলেন তিনি। এটিকে ভারতের পরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক উদ্ভাবন (Air Taxi) বলে ব্যাখ্যা করেছেন আনন্দ মহিন্দ্রা। এই এয়ার ট্যাক্সির গঠনের ঝলক এক্স হ্যান্ডলে শেয়ার করে তিনি এর উদ্ভাবনের জন্য মাদ্রাজ আইআইটির ছাত্র-ছাত্রীদের ভূয়সী প্রশংসা করেছেন।



ভবিষ্যতের যানবাহন হয়ে উঠবে এই এয়ার ট্যাক্সি


নিজের এক্স হ্যান্ডলে এই এয়ার ট্যাক্সির (Air Taxi) একটা ঝলক ভাগ করে নিয়েছেন আনন্দ মহিন্দ্রা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'এটিই আদপে ভবিষ্যতের পরিবহন। আগামী বছরের মধ্যেই দেশে দেখা যাবে এই এয়ার ট্যাক্সি।' তিনি এ নিয়ে আশা প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। তিনি আরও লেখেন যে ই-প্লেন নামে একটি সংস্থা বর্তমানে এই এয়ার ট্যাক্সির প্রযুক্তির নির্মাণের কাজে ব্যস্ত রয়েছে। এই কাজে সাহায্য করছে আইআইটি মাদ্রাজ, আনন্দ মহিন্দ্রা এই প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন যে এই মাদ্রাজ আইআইটির মত প্রতিষ্ঠানগুলি দেশের যুবকদের এগিয়ে যেতে সাহায্য করবে।


ই-প্লেন সংস্থা তৈরি করছে এই উড়ন্ত ট্যাক্সি


চেন্নাইয়ের একটি স্টার্ট আপ সংস্থা হল ই-প্লেন (E-Plane)। উড়ন্ত বৈদ্যুতিন এই ট্যাক্সি (Air Taxi) নির্মাণ করছে এই সংস্থাই। ২০২৩ সালের ২৩ মে এই বিমানের মত যান তৈরির জন্য ডিজিসিএ-র কাছ থেকে অনুমোদন পেয়েছে এই সংস্থা। দেশের প্রথম বৈদ্যুতিন বিমান নির্মাণে অগ্রণী হবে এই সংস্থা।


কী বৈশিষ্ট্য


দুটি সিটের বিমান এই ই-প্লেন ই-২০০। মূলত দেশের বড় বড় শহরে পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে এই বিমান। এর রেঞ্জ হবে ২০০ কিমি অর্থাৎ একবার চার্জ দিলে একাধিকবার উড়তে সক্ষম হবে এই বিমান (E-Plane)। টেক অফ, ল্যান্ডিং এবং হোভারিংয়ে সক্ষম হবে এই বিমান তথা উড়ন্ত ট্যাক্সি। ২০১৯ সালে অধ্যাপক অত্যনারায়ণ চক্রবর্তী এই ই-প্লেন সংস্থাটি গড়ে তুলেছিলেন। দেশে বাজারে এলে দারুণ উত্তেজনা তৈরি করবে এই উড়ন্ত ট্যাক্সি। 


আরও পড়ুন: Sundar Pichai: বড় ফ্রেমের চশমা, ছোট করে ছাঁটা চুল- সুন্দর পিচাইয়ের ছবি দেখে তোলপাড় নেটপাড়া, চিনতে পারবেন ?