Sundar Pichai IIT Kharagpur: একজন ভারতীয় হিসেবে আজ সারা বিশ্বের মধ্যে বিপুলভাবে জনপ্রিয় সুন্দর পিচাই। সবথেকে বড় আইটি সংস্থা গুগলের সিইও তিনি। দীর্ঘ ২০ বছর ধরে এই সংস্থাতেই কাজ করে চলেছেন সুন্দর পিচাই আর তাই আজ নিজের দক্ষতায় ও শ্রমের সাফল্যে গুগলের সিইও হয়ে উঠেছেন তিনি। আর সেই উপলক্ষ্যে এর আগে একটি পুরনো ছবি নিজে শেয়ার করেছিলেন সুন্দর পিচাই তাঁর (Sundar Pichai IIT Kharagpur) সমাজমাধ্যমে। আর এবার আরও একটি না দেখা ছবি সামনে এল।


খড়গপুরের আইআইটিতে পড়ার সময়কার একটি পুরনো ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই ছবিতে তাঁকে চিনতে পারা একটু কঠিন, চেহারার গড়ন একই থাকলেও হঠাৎ করে চোখে পড়া কঠিন। এই ছবিতে তাঁর পাশেই দেখা যায় ম্যাচ গ্রুপের সিইও শর্মিষ্ঠা দুবেকেও। এই ছবিকে ঘিরেই তোলপাড় নেটপাড়া।


সুন্দর পিচাইয়ের ছাত্রজীবনের এই বিশেষ ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ৩০ বছর আগের ছবি। ছবিতে দেখা যায় আইআইটি খড়গপুরে সমাবর্তনের পোশাক পরে বসে আছেন সুন্দর পিচাই, পাশে তাঁর বন্ধুরা। সুন্দরের (Sundar Pichai IIT Kharagpur) পাশেই বসে আছেন শর্মিষ্ঠা দুবেও যিনি এখন ম্যাচ গ্রুপের সিইও। এই ম্যাচ গ্রুপ মূলত টিন্ডার এবং ওকে কিউপিডের মত ডেটিং অ্যাপ পরিচালনা করে। সুন্দর পিচাইয়ের ব্যাচে একমাত্র ছাত্রী ছিলেন শর্মিষ্ঠা দুবে।



এই পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন অনন্যা লোহানি, তাঁর বাবা সুন্দর পিচাইয়ের কাছে পড়াশোনা করেছেন। এর আগে কখনই এই ছবি প্রকাশ্যে আসেনি। এক্স হ্যান্ডলে অনন্যা এই ছবি পোস্ট করে লেখেন, 'আমার বাবা আমাকে ১৯৯৩ সালের আইআইটি খড়গপুরের সমাবর্তনের সময়কার এই ছবিটি দেখিয়েছিলেন। এতে সুন্দর পিচাই (Sundar Pichai IIT Kharagpur) ও শর্মিষ্ঠা দুবেকে একই ফ্রেমে দেখা যাচ্ছে।' দিল্লির একজন খ্যাতনামা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনন্যা লোহানি যিনি এই পোস্ট করার পরেই তা তুমুল ভাইরাল হয়ে যায়।  


শর্মিষ্ঠা দুবে এবং সুন্দর পিচাই দুজনেই আইআইটি খড়গপুরে মেটালার্জিতে বি.টেক ডিগ্রি পাশ করেছেন ১৯৯৩ সালে। তারপর সিলিকন ভ্যালির দুনিয়ায় সুন্দর পিচাইয়ের এই অভাবিত উত্থান সকল ভারতীয়ের কাছে একটা অনুপ্রেরণার কাহিনি। অন্যদিকে শর্মিষ্ঠা দুবেই প্রথম ভারতে অনলাইন ডেটিং-এর ধারণাকে প্রোথিত করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত ম্যাচ গ্রুপের সিইও ছিলেন শর্মিষ্ঠা দুবে। টিন্ডার অ্যাপে 'লাইকস ইউ' ফিচার্সটি তিনিই প্রবর্তন করেন বলে জানা যায়।  


আরও পড়ুন: Ananya Birla: গান ছেড়ে এবার অন্য কাজ, বিড়লা পরিবারের কন্যা ধরছেন এই 'ব্যাটন'