Subh Ashirbad: রিপোর্ট বলছে, ৪-৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে অনন্ত-রাধিকার বিয়েতে (Anant Radhika Wedding)। আম আদমির কাছে বিশাল কিছু মনে হলেও খাস আদমিদের কাছে এই টাকা কিছুই নয়। ফোর্বসের রিপোর্ট (Forbes Report) বলছে, এই বিপুল খরচ অম্বানি পরিবারের (Ambani Family) মোট সম্পদের মাত্র ০.৫ শতাংশ। যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন, এতে উপকার হয়েছে ভারতের।


এই বিয়েতে কীভাবে উপকৃত হচ্ছে স্থানীয় অর্থনীতি
 রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি 12 জুলাই রাধিকা মার্চেন্টকে বিয়ে করেন। এই বিয়ের অনুষ্ঠান প্রায় 6 মাস ধরে চলছিল। অম্বানি পরিবারও বিয়ের আগে দুটি প্রি-ওয়েডিং ইভেন্টের আয়োজন করেছিল। এসব কর্মসূচিতে দেশ-বিদেশের অনেক গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।


ব্যবসা, বিনোদন, খেলাধুলা ও রাজনীতির সেলিব্রিটিরাও এতে যোগ দিয়েছিলেন। অনন্ত এবং রাধিকার বিয়ে ব্যবসা জগতের একটা বড় ইভেন্টে পরিণত হয়েছে। এই বিয়ে সারা বিশ্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্তত তেমনই বলছেন বাজার বিশেষজ্ঞরা। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)  মতে, এতে আদতে উপকৃত হচ্ছে স্থানীয় অর্থনীতি।


ভারতে বিয়ে করায় স্থানীয় অর্থনীতি উপকৃত হয়েছে
কিছুদিন আগেই ডেস্টিনেশন ওয়েডিং বিদেশে না রেখে ভারতে করার আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য ধনী ব্যক্তিদের পাশাপাশি অম্বানি পরিবারও প্রধানমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়েছে। ভারতে বিয়ের আয়োজন করেছে এই শিল্পপতি পরিবার। যার ফলে চাঙ্গা হয়েছে স্থানীয় অর্থনীতি।


এছাড়াও, সারা বিশ্বের মানুষের মধ্যে একটি ব্যবসায়িক গোষ্ঠী হিসাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সম্মানও বৃদ্ধি পেয়েছে। গোটা বিশ্বের মিডিয়ার চোখও ছিল ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে অনুষ্ঠিত এই বিয়েতে। এতে আগত অতিথিদের মধ্যে জাস্টিন বিবার ও রিহানা সহ বিশ্বের অনেক সুপারস্টার উপস্থিত ছিলেন। যা নজর কাড়ে সবার।


অনন্ত ও রাধিকার বিয়ের বেশিরভাগ টাকাই ভারতীয়দের পকেটে গেছে
বিজনেস টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, শিল্প বিশেষজ্ঞরা বলছেন- ভারতে বিয়ের কারণে অনেক স্থানীয় শিল্পী ও ব্যবসায়ী এই বিয়ের কারণে কাজ পেয়েছেন। এটি সাধারণ মানুষের মধ্যে ব্র্যান্ড রিলায়েন্সের ভাবমূর্তি আরও বড় করে তুলেছে। বিয়েতে খরচ করা অর্থের বেশির ভাগই গেছে ভারতীয়দের পকেটে। অনন্ত ও রাধিকার বিয়েতে দেশের ওয়েডিং ইন্ডাস্ট্রিও লাভবান হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে এবং আরও বেশি অর্থ মানুষের হাতে পৌঁছেছে।


বিদেশি বিয়ের মাধ্যমে ১ লাখ কোটি টাকার সুযোগ নষ্ট হয়
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) অনুসারে, প্রতি বছর প্রায় 5000 ধনী বিদেশে বিয়ে করে। প্রতি বছর স্থানীয় ব্যবসায়ীরা এতে প্রায় ১ লাখ কোটি টাকার সুযোগ হারান। এ ছাড়া বিদেশে এসব ব্যয়বহুল বিয়ের কারণে সরকারি কোষাগারও হারাতে হচ্ছে কর ও সেস। বিবাহের 80 শতাংশ পণ্য এবং পরিষেবার জন্য ব্যয় করা হয়। একটি অনুমান বলছে, 2024 সালে প্রায় 38 লক্ষ বিবাহ হবে, যার আনুমানিক ব্যয় 4.74 লক্ষ কোটি টাকা।


আরও পড়ুন Free Tablet Yojna: বিনামূল্যে ট্যাবলেট দিচ্ছে মোদি সরকার, আপনি আবেদন করেছেন নাকি ?