লন্ডন: উইম্বলডনের (Wimbledon 2024) মঞ্চে কিছুদিন আগেই দেখা গিয়েছিল সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। টেনিস প্রেমী প্রাক্তন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারকে (Indian Cricketer) এর আগে গ্র্যান্ডস্লামের মঞ্চে দেখা গিয়েছে। এবারও সচিন উইম্বলডনের মঞ্চে গিয়ে দেখা করেছিলেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে। 


এক সাক্ষাৎকারে সচিন বলেন, ''একজন টেনিস প্লেয়ার, যাঁর সঙ্গে আমি ব্যাট করতে চাই। কারণ ওঁর মধ্য়ে ক্রিকেটীয় যোগ আমি খুঁজে পাই।'' উইম্বলডনের তরফেও দুই কিংবদন্তির ছবি পোস্ট করে লেখা হয়েছিল যে ''যদি এই দুজন ওপেনিংয়ে ব্যাট করতে নামেন, কেমন হবে বিষয়টা'' উইম্বলডনের ভিআইপি বক্সে উপস্থিত হয়ে সচিন বলেছিলেন, ''টেনিস খেলোয়াড়দের মধ‌্যে কাউকে সঙ্গী হিসেবে বাছতে হলে আমি ফেডেরারকে বেছে নেব। ওঁর কিন্তু ক্রিকেটের সঙ্গে যোগ রয়েছে। ফেডেরারের মা দক্ষিণ আফ্রিকার এবং ক্রিকেটের খুঁটিনাটি খবর রাখেন। এছাড়া আমরা ক্রিকেট নিয়েও চর্চা করে থাকি অনেক।''


সোশ্যাল মিডিয়ায় সচিন ও রজারের ছবি দেখে অনেকেই কমেন্ট করেন যে, ''টেনিসের ভগবান ও ক্রিকেটের ভগবান।'' লর্ডসে ওয়ার্নের সঙ্গে এর আগে টেনিস খেলেছেন। সচিন নিজেই জানিয়েছিলেন যে, ''দু’জন আমার তালিকায় থাকবে। এক জন ওয়ার্ন এবং অন‌্য জন যুবরাজ। আমরা ওয়ার্নকে দু’বছর আগেই হারিয়েছি। ওঁর সঙ্গে আমি লন্ডনে টেনিস খেলেছি। শুধু ক্রিকেটীয় দ্বৈরথই নয়, টেনিসের দ্বৈরথও উপভোগ‌্য ছিল।''


কিছুদিন আগেই দেখা গিয়েছিল যে উইম্বলডন দেখতে গিয়েছেন বলিউডের যুগল কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। সেখানে গিয়ে কিয়ারা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি টেনিস আগে বুঝতেন না। এখন সিদ্ধার্থের কাছ থেকে শিখে নিচ্ছেন।


লন্ডনে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে। সিড-কিয়ারার হাতে ধরা ছাতা। উইম্বলডনের সঞ্চালিকাকে সিদ্ধার্থ বলেন, 'মনে হচ্ছে মুম্বইয়ের বৃষ্টি এখানে চলে এসেছে।' হেসে যোগ করেন, 'প্রথমবার একসঙ্গে উইম্বলডন দেখতে এলাম। খুব উত্তেজিত লাগছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্বে দারুণ কিছু ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছি। খুব খুশি এখানে আসতে পেরে।'


উইম্বলডনে পুরুষদের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন নোভাক জকোভিচ ও কার্লেস আলকারাজ। আগের বারের উইম্বলডনে জকোভিচকে হারিয়েই খেতাব জিতেছিলেন আলকারাজ। এবার আরও একবার উইম্বলডনের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন সার্বিয়ান তারকা ও স্প্যানিশ টেনিস তারকা। নিজের ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ থাকছে নোভাক জকোভিচের সামনে।