মুম্বই: দীর্ঘ টালবাহানার পর দিন দু'য়েক আগেই ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশিত হয়েছিল। তবে দুইদিন পরেই বদলে গেল সূচি। পিছিয়ে গেল ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) সাদা বলের সিরিজ় শুরুর দিনক্ষণ।


পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই থেকে সিরিজ় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী ২৬ নয়, ২৭ জুলাই থেকে শুরু হবে দুই পড়শি দেশের এই লড়াই। শনিবার, ১৩ জুলাই বিসিসিআইয়ের তরফে এক সরকারি বিবৃতিতে সিরিজ়ের দিনক্ষণ বদলানোর কথা ঘোষণা করা হয়েছে।


 






 


এই মাসের শেষেই তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের জন্য দ্বীপরাষ্ট্রে যাবে ভারতীয় দল। সিরিজ়ের দিনক্ষণ নির্ধারিত করতে এমনিই বেশ খানিকটা দেরি হয়। তবে অবশেষে সপ্তাহের মাঝামাঝি ভারত-শ্রীলঙ্কা সাদা বলের সিরিজ়ের সূচি প্রকাশিত হয়। ২৬ জুলাই থেকে প্রাথমিকভাবে সাদা বলের সিরিজ় শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের একদিন পরেই শুরু হবে এই সিরিজ়।


২৭, ২৮ ও ৩০ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। তিনটি ম্যাচই পাল্লেকেলেতে আয়োজিত হবে। তারপর শুরু হবে ওয়ান ডে সিরিজ়। বিশ ওভারের সিরিজ় পিছিয়ে যাওয়ায় ৫০ ওভারের সিরিজ়ের প্রথম ম্যাচও একদিন পরেই খেলা হবে। নতুন সূচি অনুযায়ী ২, ৪ ও ৭ অগাস্ট হবে তিনটি ওয়ান ডে ম্যাচ। প্রতিটি ওয়ান ডে ম্যাচই হবে কলম্বোয়, আর প্রেমদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিশ ওভারের ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাতটা এবং ওয়ান ডে ম্যাচগুলি দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে।


বিশ্বজয়ের পর সিংহভাগ সিনিয়ার ক্রিকেটারকেই এই সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে ফিরতে পারেন বলে খবর। তবে দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এই সিরিজ়ের জন্যও বিশ্রাম দেওয়া হতে পারেই বলে কানাঘুষো শোনা যাচ্ছে। সিরিজ়ে হার্দিকই ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে চলেছেন বলে খবর। আর ওয়ান ডে দলের দায়িত্ব দেওয়ার হতে পারে কেএল রাহুলকে। এই সিরিজ় দিয়েই কিন্তু ভারতীয় ক্রিকেটে গুরু গম্ভীর জমানা শুরু হচ্ছে। তাই সকল ক্রিকেটপ্রেমীর এই সিরিজ়ের দিকে বাড়তি নজর থাকবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: অম্বানিদের বিয়েতে অচেনা ধোনি, মন খুলে নাচলেন মাহি, ভাইরাল হল ভিডিও