Layoff News: আন্তর্জাতিক স্তরের অন্যতম বড় সংস্থা অ্যাপল এবার কর্মী ছাঁটাই করতে চলেছে। অ্যাপল বুকস অ্যাপ ও অ্যাপল বুকস্টোর অ্যাপের কর্মীদের (Apple Layoffs) ইতিমধ্যেই ছাঁটাই করেছে অ্যাপল। সংস্থার কাছে এই অ্যাপল বুকসের আর সেভাবে কোনও প্রাধান্য নেই। এই অ্যাপটিকে আর চালাতেও চায় না এই সংস্থা। বর্তমানে অ্যাপল বুকসে (Apple Books) নিরন্তর আপডেট দিয়ে চলেছে অ্যাপল। তথ্য বলছে, এই কর্মী ছাঁটাইয়ের কারণে ১০০ জন কর্মী কাজ হারিয়েছেন।
আগে সেভাবে কোনও কর্মী ছাঁটাই হয়নি অ্যাপলে
ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী বিগত কয়েক বছরের মধ্যে কোনও কর্মী ছাঁটাই করেনি অ্যাপল। রিপোর্টে বলা হয়েছে মূলত সংস্থার সার্ভিসেস বিভাগ থেকেই এই কর্মীদের ছাঁটাই করেছে সংস্থা। এই ছাঁটাইয়ের কারণে কাজ হারিয়েছেন বহু সিনিয়র অফিসাররাও। আর সবথেকে বেশি ছাঁটাই হয়েছে অ্যাপল বুকস ও অ্যাপল বুকস্টোরে।
অ্যাপল বুক ও অ্যাপল বুকস্টোর নিয়ে বেশি চিন্তা করতে চায় না সংস্থা
এই প্রতিবেদনে জানা যাচ্ছে সংস্থার এক কর্মী জানিয়েছেন যে অ্যাপল বুকস ও অ্যাপল বুকস্টোর নিয়ে সংস্থার খুব বেশি চাহিদা বা আশা নেই। তবে এখন এই অ্যাপগুলি চালাবে সংস্থা। যদিও এই কর্মী ছাঁটাই নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি অ্যাপল। এর আগে অ্যাপল তাঁর সেলফ-ড্রাইভিং গাড়ির প্রজেক্ট শুরু করেছিল। সেই প্রকল্প ব্যর্থ হওয়ায় বহু কর্মীকে ছাঁটাই করা হয়।
সম্প্রতি এয়ারটেলের সঙ্গে চুক্তি হয়েছে
সম্প্রতি একটি তথ্য প্রকাশ পেয়েছে যে অ্যাপল সম্ভবত ভারতে ৬ লক্ষ চাকরির সন্ধান দেবে। এর মধ্যে আইফোন উৎপাদনকারীরাই দেবে ২ লক্ষ চাকরি। এছাড়াও অ্যাপল কিছুদিন আগেই ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তি করেছে মিউজিক ব্যবসা নিয়ে। এয়ারটেলের গ্রাহকরা এখন থেকে অ্যাপল টিভি ও অ্যাপল মিউজিকের পরিষেবা পাবে। আর এয়ারটেল তাঁর নিজস্ব উইঙ্ক মিউজিক অ্যাপ বন্ধ করে দিতে চলেছে।
এরই পাশাপাশি জানা গিয়েছে অ্যাপল দেশে ৬ লক্ষ চাকরিও দিতে চলেছে। ২০২৫ সালের মার্চের মধ্যে ভারতে ৬ লক্ষ লোক নেওয়া হবে এই সংস্থায়। আইফোন উৎপাদনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভারতকে স্বাবলম্বী করে তুলতে চাইছে এই সংস্থা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Job News: দেশে ৬ লক্ষ চাকরির সুযোগ! বড় পরিকল্পনা এই MNC-এর