কলকাতা: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের জোয়ার আসতে চলেছে দেশে। আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের (Apple Job) একটি সিদ্ধান্তে এমনই আশা দেখছে দেশের কাজের বাজার। আগামী ৩-৪ বছরে মোট আইফোন উৎপাদনের অন্তত ২৫ শতাংশ ভারতে তৈরি করার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। সেই কারণেই ২০২৫ সালের মার্চের মধ্যে ভারতের অন্তত ৬ লক্ষ লোককে কাজে নেওয়ার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। ET-এর একটি প্রতিবেদন সূত্রের খবর এমনটাই। ভূরাজনৈতিক কারণেই আইফোন উৎপাদনের ক্ষেত্রে চিনের উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে অ্যাপল আর সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে। 


ওই রিপোর্ট অনুযায়ী, বর্তমান অর্থবর্ষের (Financial Year) শেষে, ভারতে প্রায় ২ লক্ষ লোকের সরাসরি কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে অ্যাপল- যার মধ্যে অন্তত ৭০ শতাংশ মহিলা হবেন।


২০২০ সালে দেশে এসেছে স্মার্টফোন- প্রোডাকশন-লিঙ্কড ইনসেন্টিভ স্কিম (PLI)। এরমধ্যেই আইফোন উৎপাদনের সঙ্গে জড়িত Foxconn, টাটা এবং পেগাট্রন একত্রে ভারতে ১৬৫০০০ সরাসরি কর্মসংস্থান করেছে।


বেশ কয়েকবছর ধরেই ভারতে উৎপাদন (iPhone Production in India) বৃদ্ধির রাস্তায় হেঁটেছে অ্যাপল। প্রথমে এন্ট্রি-লেভেল স্মার্টফোন এবং পুরনো আইফোন মডেল তৈরির দিকেই। ২০২১-২২ সাল থেকে ভারতে iPhone 14 মডেল অ্যাসেম্বল করা শুরু করেছিল অ্যাপল। এর পরে iPhone 15 - মডেলও ভারতে তৈরি হয়েছিল, যেগুলি বিশ্ববাজারে বিক্রি হয়েছে। পরে পেগাট্রন ভারতে iPhone 15 plus উৎপাদন তৈরি করা শুরু হয়। রিপোর্ট অনুযায়ী, এখন ভারতে Pro মডেল তৈরিও শুরু করেছে অ্যাপল। ভারতে তৈরি করা হবে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max মডেল। বিশ্ববাজারে লঞ্চের পরেই  ভারতে তৈরি এই মডেল বিক্রির বাজারে যাবে। iPhone 17-এর মডেল যেটি ২০২৫ সালে আসার কথা, সেটাও না কি ভারতেই তৈরি এবং উৎপাদনের পরিকল্পনা রয়েছে সংস্থার।                    


ভারতে অ্যাপলের আইফোন তৈরির কাজে হাত মিলিয়েছে টাটা (Tata)। টাটা ইলেকট্রনিক্স Foxconn এবং পেগাট্রনের সঙ্গে হাত মিলিয়ে এই উৎপাদন করবে টাটা। তামিলনাড়ু হোসুরের কারখানায় ইতিমধ্যেই বহু কর্মসংস্থান হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ধর্নামঞ্চ নিয়েও পুলিশ-বিজেপি সংঘাত! টানাপড়েনের পর ডোরিনা ক্রসিংয়েই মঞ্চ