নয়াদিল্লি: চলতি বছর থেকেই ভারতে অনলাইনে নিজস্ব প্রোডাক্টগুলির বিক্রি শুরু করতে চলেছে 'অ্যাপল'। পাশাপাশি, আগামী বছরই দেশে প্রথম খুচরো বিপণী খোলার পরিকল্পনাও করেছে বিশ্বের অন্যতম বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি সংস্থা। সম্প্রতি, ক্যালিফর্নিয়ার কুপার্তিনোয় সংস্থার সদর দফতরে শেয়ার হোল্ডারদের বার্ষিক বৈঠকে এই কথা ঘোষণা করেছেন সিইও টিম কুক।
আগে, মোদি সরকারে নিয়ম করেছিল, এক-ব্র্যান্ডের খুচরো ব্যবসার ক্ষেত্রে অন্ততপক্ষে ৩০ শতাংশ স্থানীয় সূত্র থেকে নিতে হবে। সম্প্রতি, সেই নিয়ম শিথিল করেছে কেন্দ্র। এরপরই, গত অগাস্টে ভারতে খুচরো বিপণী খোলার পরিকল্পনা শুরু করে অ্যাপল।
নিজস্ব বিপণী খোলার বিষয়ে জোরালো সওয়াল করেন কুক। বলেন, আমি চাই না, আমার ব্র্যান্ডের দায়িত্ব অন্য কেউ নিক। জানা গিয়েছে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ভারতে প্রথম অনলাইন বিপণী খোলার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। অন্যদিকে আগামী বছর, মুম্বইতে প্রথম রিটেল আউটলেট খুলবে সংস্থা। তারপর খোলা হবে নয়াদিল্লিতে।