Bank Holiday List June 2025: আজ কি আপনার ব্যাঙ্কে যাওয়ার রয়েছে কোনও কাজে ? তাহলে দেখে নিন আজ ব্যাঙ্ক বন্ধ থাকবে না খোলা। আপনার শহরে আজ ব্যাঙ্কে ছুটি নেই তো ? আজ শনিবার ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে ব্যাঙ্ক (Bank Holiday 2025) কি বন্ধ রয়েছে ? জুন মাসের ব্যাঙ্কের ছুটির তালিকায় বলা রয়েছে আজ ২১ জুন শনিবার এই জুন মাসের তৃতীয় শনিবার, ফলে নিয়ম অনুসারে এই দিন ব্যাঙ্ক খোলা থাকার কথা। তবে আজ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) হলেও ব্যাঙ্ক খোলা রয়েছে আজ। কোনও ছুটি ঘোষণা করা হয়নি রিজার্ভ ব্যাঙ্কের তরফে।

রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক অনুমোদিত বেশ কয়েকটি ব্যাঙ্কের ছুটির দিনে বন্ধ থাকে সমস্ত শাখাগুলি। স্ট্যান্ডার্ড ব্যাঙ্কিং সময়সূচি অনুসারে ভারত জুড়ে সমস্ত ব্যাঙ্ক সরকারি এবং বেসরকারি উভয়ই প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে। ফলে নিয়ম মেনে প্রতি মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবারে ব্যাঙ্ক খোলা থাকবে প্রতিটি এলাকায়।

আন্তর্জাতিক যোগ দিবসে ব্যাঙ্ক খোলা না বন্ধ ?

আজ ২১ জুন বেসরকারি এবং সরকারি সমস্ত ব্যাঙ্ক দেশজুড়ে খোলা থাকবে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক আজ ২১ জুনের আন্তর্জাতিক যোগ দিবসের কারণে কোনও ছুটি ঘোষণা করেনি। যদিও ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকেরা সহজেই ব্যাঙ্কের এটিএম ব্যবহার করতে পারেন, চালু থাকে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এবং এর মাধ্যমে যে কোনও রকম লেনদেন করা যায়।

আগামীকাল ২২ জুন রবিবার সারা দেশে নিয়মমাফিক সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকায়। এই রবিবার প্রতি সপ্তাহেই বন্ধ থাকে ব্যাঙ্ক, দেশের সর্বত্র এই নিয়ম কার্যকর রয়েছে।

সাধারণত ব্যাঙ্কের সময়সূচি কীরকম থাকে

দেশের বড় বড় প্রধান ব্যাঙ্কগুলি যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা ইত্যাদি সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকে। আর অন্যদিকে বেসরকারি ব্যাঙ্কগুলি যেমন এইচডিএফসি, আইসিআইসিআই, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টে পর্যন্ত বা বেলা সাড়ে ৩টে পর্যন্ত কাজ করে থাকে। তবে সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা তাদের সময় খানিক বাড়িয়েছে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে ব্যাঙ্ক আর কানারা ব্যাঙ্কের সময়সূচি রয়েছে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টে পর্যন্ত।

জুন মাসে আগামী সপ্তাহে কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক

২৭ জুন শুক্রবার – রথযাত্রা উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক

৩০ জুন সোমবার – রেমনা নি উৎসব উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক