Ather 450X Gen 3: ভারতীয় ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী সংস্থা Ather তাদের নতুন ই-স্কুটার Ather 450X Gen 3 লঞ্চ করেছে। এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে ১.৫৬ লক্ষ (এক্স শোরুম, বেঙ্গালুরু) টাকা থেকে। আগের ভ্যারিয়েন্টের তুলনায় নতুন মডেলে অনেক পরিবর্তন এসেছে। তার মধ্যে অন্যতম হল ব্যাটারি। এছাড়াও রয়েছে বড় আকার-আয়তনের রেয়ারভিউ মিরর এবং উন্নত মানের টায়ার। MRF এবং Ather সংস্থা একত্রিত হয়ে এই টায়ার তৈরি করেছে। জানা গিয়েছে, Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটারের দাম Ather 450X Gen 2 মডেলের থেকে ৫০০০ টাকা বেশি। আপাতত Ather 450X Gen 2 ই-স্কুটারের উৎপাদন বন্ধ করেছে বেঙ্গালুরুর সংস্থা। এর পরিবর্তে নতুন Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটারের বুকিং নেওয়ার দিকে মনযোগ দিয়েছে তারা। ২০ জুলাই থেকে এই স্কুটারের ডেলিভারিও শুরু হয়েছে।


ব্যাটারি- আগের মডেলের তুলনায় নতুন স্কুটারে রয়েছে বড় ব্যাটারি। এখানে একটি বড় ৩.৭ কিলোওয়াট/ঘণ্টা ব্যাটারি প্যাক দেখা যাবে। আগের মডেলে অর্থাৎ জেন ২- এর ক্ষেত্রে এই ব্যাটারি ছিল ২.৯ কিলোওয়াট/ঘণ্টা। একবার চার্জ দিলে Ather 450X Gen 3 স্কুটার ১৪৬ কিলোমিটার সফর করতে পারবেন। আগের থেকে প্রায় ২৫ শতাংশ রেঞ্জ বেড়েছে নতুন স্কুটারের। এছাড়াও নতুন মডেলের যুক্ত হয়েছে আগের তুলনায় দ্বিগুণ সাইজের রেয়ার ভিউ মিরর এবং পিছনের চাকার টায়ারও চওড়া হয়েছে।


র‍্যাম- আগের মডেলে ১ জিবি র‍্যাম ছিল। তবে Ather 450X Gen 3 স্কুটারে যুক্ত হয়েছে ২ জিবি র‍্যাম। এর ফলে ইউজার ড্যাশবোর্ডে দ্রুত গতিতে টাইপ করতে পারবে। আগের চেয়ে অনেক বেশি গতিতে ম্যাপ ডাউনলোড হবে। একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে সময় অনেক কম লাগবে।


তবে Ather 450X Gen 3 ইলেকট্রিক স্কুটার ও তার আগের মডেলের মধ্যে রঙের মিল রয়েছে। সাদা, স্পেস গ্রে এবং মিন্ট গ্রিন রঙেই নতুন স্কুটার লঞ্চ হয়েছে। এছাড়াও স্কুটারের ডিজাইন এবং chassis-এর ক্ষেত্রেও মিল রয়েছে, বলা ভাল একই রয়েছে।


আরও পড়ুন- ভারতের বাজারে ফের RX100 লঞ্চ করতে পারে ইয়ামাহা, জেনে নিন কবে আসবে বাইক