Upcoming Yamaha Bikes: এক সময়ের ইয়ামাহার এই বাইক ঘিরে উন্মাদনার শেষ ছিল না যুব প্রজন্মের। টু-স্ট্রোক এই বাইক নিজের শ্রেণিতে প্রায় একছত্র আধিপত্য বিস্তার করেছিল। এবার সেই Yamaha RX 100 নিয়ে আসতে চলেছে কোম্পানি। ১৯৮৫ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রোডকশন হয়েছিল এই বাইকের। এখনও পর্যন্ত ভারতে ইয়ামাহার সর্বাধিক জনপ্রিয় মডেল এটি।  


Yamaha RX100: কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কী ?


ইয়ামাহা ইন্ডিয়ার প্রেসিডেন্ট ইশিন চিহানা বিজনেস লাইনকে একটি সাক্ষাত্কারে বলেছেন, '' এখনও অন্য কোনও বাইকে RX 100 নামটি ব্যবহার করেনি কোম্পানি। কারণ এই বাইক নিয়ে কোম্পানির কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।'' ইশিনের এই বক্তব্য থেকে অনুমান করা হচ্ছে যে, কোম্পানি RX100 মডেল ফিরিয়ে আনতে পারে। মনে রাখতে হবে এই কাজটি এত সহজ নয়। কারণ পুরোনো Yamaha RX100 একটি টু-স্ট্রোক ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই বাইক এখন BS6 নির্গমণের নিয়মগুলি পূরণ করে না। এই পরিস্থিতিতে বাইকে আনতে গেলে কোম্পানিকে ইঞ্জিন ও নকশা উভয় ক্ষেত্রেই পরিবর্তন করতে হবে। 


Upcoming Yamaha Bikes: এটি হতে পারে কোম্পানির বড় কাজ
Yamaha India এই ধরনের কোনও বাইকে RX100 লিজেন্ড বাইক ব্যাজ দিতে পারে না, তাই কোম্পানিকে একটি নতুন বাইক ডিজাইন করতে হবে যা RX100 ব্যাজ দেওয়ার জন্য। চাইলে কোম্পানি পুরোনো মডেলের রেট্রো ডিজাইনের সমন্বয়ে নতুন ডিজাইন তৈরি করতে পারে, যা কোম্পানির জন্য একটি বড় কাজ হবে।


Yamaha RX100: কখন পাওয়া যাবে এই বাইক ?


কোম্পানি আশা জাগালেও এখনই RX100 ফিরে আসার সম্ভাবনা কম। রিপোর্ট বলছে, কোম্পানি RX100 ফিরিয়ে আনার পরিকল্পনা করলেও ২০২৫ সালের আগে তা সম্ভব নয়। বর্তমানে ইয়ামাহার পোর্টফোলিওতে রয়েছে মাত্র ১২৫ সিসির স্কুটার, ১৫০সিসি স্ট্রিট অ্যান্ড স্পোর্ট মোটরসাইকেল ছাড়াও ২৫০ সিসির স্ট্রিট বাইক।



আরও পড়ুন : Maruti Grand Vitara Unveiled: দুর্দান্ত ডিজাইন ২৮ কিমি মাইলেজ, মারুতি আনল গ্র্যান্ড ভিটারা