ATM Charge: এটিএম কার্ড দিয়ে যারা টাকা তুলতে অভ্যস্ত, তাদের এবার পকেটে টান পড়বে। গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ আছে। খরচ বাড়তে চলেছে এটিএম কার্ডের (ATM Withdrawal Charge)। এটিএম কার্ড দিয়ে নগদ টাকা তোলার জন্য এবার গ্রাহকদের গুণতে হবে মোটা খরচ। এটিএম কার্ড (ATM Interchange Fee) অপারেটররা তাদের চার্জ বাড়ানোর দাবি জানিয়েছে। ফলে এটিএম কার্ড দিয়ে নগদ টাকা তোলার ক্ষেত্রে এবার থেকে আরও সচেতন হতে হবে গ্রাহকদের যাতে খরচ খানিক কমে গ্রাহকদের। 


গ্রাহকদের উপর প্রভাব পড়বে


সংবাদসূত্রে জানা গিয়েছে, এটিএম অপারেটররা ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর দাবি জানিয়েছে। এর জন্য রিজার্ভ ব্যাঙ্ক ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার সময় যে চার্জ কাটে তাঁকে বলে ইন্টারচেঞ্জ ফি। এই চার্জ বাড়ানো হলে নগদ টাকা তোলার জন্য গ্রাহকদের বেশি চার্জ দিতে হবে।


কত বাড়তে পারে এই চার্জ


এটিএম অপারেটরদের একটি সংগঠন রয়েছে কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি, সেখান থেকে দাবি জানানো হয়েছে যে এটিএম কার্ডে (ATM Withdrawal Charge) ইন্টারচেঞ্জ ফি প্রতি লেনদেনে ২৩ টাকা করে বাড়ানো হয়েছে। এটিএম প্রস্তুতকারক সংস্থা এজিএস ট্রানজ্যাক্ট টেকনোলজিস জানিয়েছে যে, প্রতি লেনদেনে ২১ টাকা করে ইন্টারচেঞ্জ ফি বাড়ানো হতে পারে।


৩ বছর আগে বদলেছিল এই ইন্টারচেঞ্জ ফি


ইন্টারচেঞ্জ ফি সর্বশেষ বাড়ানো হয়েছিল ২০২১ সালে। সেই সময় এই ইন্টারচেঞ্জ ফি প্রতি লেনদেনে ১৫ টাকা থেকে বাড়িয়ে ১৭ টাকা করা হয়েছিল। আগের মত এবার আর খুব দেরিতে কোনও বদল হবে না। এখন দ্রুত পরিবর্তন সম্ভব বলেই জানানো হয়েছে।


ইন্টারচেঞ্জ ফি কী


এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ইন্টারচেঞ্জ ফি দিয়ে থাকে। ধরা যাক, এসবিআইয়ের একটি এটিএম কার্ড পিএনবির একটি এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্য ব্যবহার করা হল। এজন্য এসবিআই পিএনবিকে একটি চার্জ পেমেন্ট করবে। একেই বলে ইন্টারচেঞ্জ ফি। আর ব্যাঙ্কগুলি এই চার্জের বোঝা স্থানান্তর করে গ্রাহকদের উপর।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Gold Price Today: ষষ্ঠীর পরেই বদলে গেল সোনার দাম, লক্ষ্মীবারে সোনা কিনলে সস্তায় পাবেন ?