ঝিলম করঞ্জাই, কলকাতা : ক্যালেন্ডারে বর্ষাকাল হলেও, ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে। বুধবার রাত থেকেই কোনও কোনও জেলায় বৃষ্টি হয়েছে। কোনও পূর্ভাবাস না থাকলেও ভিজেছে হাওড়া - হুগলি।  এরপরেও কমছে না অস্বস্তি। তবে বৃহস্পতিবার থেকে এই ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই পাবে তিলোত্তমা। জানাল আবহাওয়া দফতর। 

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্য়ুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে যখন প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, তখন দক্ষিণের মানুষের হাল চাতকের মতো। উত্তরবঙ্গে টানা চলছে বর্ষার বৃষ্টি। আলিপুরদুয়ার ও কোচবিহারে লাল সতর্কতা জারি হয়েছে আবহাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে তিস্তার জল আরও বেশি ফুলেফেঁপে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা, সঙ্কোশ ও তোর্সা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে।

 তাপপ্রবাহের কমলা সতর্কতা  দক্ষিণে

অন্যদিকে, দক্ষিণবঙ্গের কোথাও তীব্র তাপপ্রবাহ, কোথাও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে  স্বস্তির খবর একটাই, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।   

এক নজরে কলকাতার ৭ দিনের তাপমাত্রা  
সূত্র আইএমডি  

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
13-Jun 30.0 36.0
Partly cloudy sky
14-Jun 30.0 36.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
15-Jun 27.0 35.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
16-Jun 27.0 35.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
17-Jun 26.0 34.0
NA
18-Jun 26.0 34.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
19-Jun 26.0 34.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

 

আরও পড়ুন :                

দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন :                

দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি?