Fuel Rate Kolkata: ২০২২ সালের মে মাস থেকে সারা দেশে একই রকম রয়েছে জ্বালানি তেলের দাম (Petrol Diesel Price)। কেন্দ্র সরকার ও বেশ কিছু রাজ্য এর আগে জ্বালানি কর কিছুটা কমিয়েছিল, তবু দামে সুরাহা মেলেনি। এই বছর মার্চ মাসে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today) লিটারে ২ টাকা হারে কমানো হয়, তাতেই খানিক স্বস্তি মেলে গ্রাহকদের। কিন্তু তবু আজও বেশ কিছু শহরে পেট্রোলের দাম ১০০ পেরিয়ে।


কলকাতা, চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, দিল্লিতে এখনও দাম (Petrol Diesel Price) একই আছে। তবে দেশের অন্যান্য রাজ্যে কোথাও দাম বেড়েছে, কোথাও কমেছে। বাংলাতেও আজ ১৩ জুন বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ দিনে বেশ কিছু জেলায় দাম (Fuel Price) বেড়েছে পেট্রোল ডিজেলের।


কলকাতায় পেট্রোলের দাম


কলকাতায় আজ ১৩ জুন পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা। কোনও বদল হয়নি জ্বালানি তেলের দামে।


কোন কোন জেলায় দাম কমল


হুগলিতে পেট্রোলের লিটার প্রতি দাম আজ বৃহস্পতিবার ৭ পয়সা কমে হয়েছে ১০৪.১৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৭ পয়সা কমেছে ৯০.৯৬ টাকা।


মুর্শিদাবাদে আজ পেট্রোলের লিটার প্রতি দাম ৩৩ পয়সা কমে হয়েছে ১০৪.৮০ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৩০ পয়সা কমে হল ৯১.৫৬ টাকা।


নদিয়ায় পেট্রোলের দাম ২৭ পয়সা কমে হয়েছে ১০৪.৫১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ২৪ পয়সা কমে হয়েছে ৯১.২৯ টাকা।


পূর্ব মেদিনীপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১১ পয়সা কমে হয়েছে ১০৩.৮০ টাকা এবং ডিজেলের দাম লিটারে ১০ পয়সা কমে হয়েছে ৯০.৫৯ টাকা।


উত্তর দিনাজপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১৫ পয়সা কমে হয়েছে ১০৪.৬০ টাকা এবং ডিজেলের দাম লিটারে ১৫ পয়সা কমে হয়েছে ৯০.৮৬ টাকা।


কোন কোন জেলায় দাম বাড়ল আজ


তবে রাজ্যের বেশ কিছু জেলায় পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে আজ। ১৩ জুন বৃহস্পতিবার আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগণা, মালদা, দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া ইত্যাদি জেলায় দাম বেড়েছে জ্বালানি তেলের।


আরও পড়ুন: Stock Market Today: মোদি-শাহে আস্থা ! ৬ দিনে BSE মার্কেট ক্যাপ ছাড়াল ৩৪.৫০ কোটি টাকা