Price Hike: এবার আরও দামি হতে চলেছে রুটি। মুদ্রাস্ফীতির জেরে গমের দাম বাড়ায় খুচরো বাজারে বাড়ছে আটার দাম। তথ্য বলছে, বাজারে আটার গড় দাম কেজি প্রতি ৩২.৯১ টাকায় পৌঁছেছে। যা গত এক বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। গত বছর এই সময় প্রতি কেজি আটার দাম ছিল ২৯.১৪ টাকা।
Atta Price Hike: আটার দাম নিয়ে কী বলছে সরকার ?
উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তথ্য বলছে, আটার সর্বোচ্চ দাম কেজি প্রতি ৫৯ টাকায় পৌঁছেছে। সর্বনিম্ন দাম প্রতি কেজিতে 22 টাকা। 9 মে, মহীশূরে আটা পাওয়া গেছে 54 টাকা প্রতি কেজি, মুম্বইতে 49 টাকা প্রতি কেজি, চেন্নাইতে 34 টাকা প্রতি কেজি, কলকাতায় 29 টাকা প্রতি কেজি ও দিল্লিতে 27 টাকায়।
Atta Price Hike: গমের উৎপাদনই আশঙ্কার কারণ
সরকারের আশঙ্কা, আগামী দিনে গমের দাম আরও বাড়বে। 2021-22 সালের রবি মরশুমে গমের উৎপাদন কমবে। চলতি বছর গ্রীষ্ম মরশুমের প্রথম দিকে গম উৎপাদনের সরকারি অনুমান ১১১.৩২ মিলিয়ন টন থেকে কমিয়ে ১০৫ মিলিয়ন টন করা হয়েছে। এই গমের উৎপাদন কমের আশঙ্কার কারণেই আটার দাম বাড়ছে।
Atta Price Hike: আরও দামি হতে পারে আটা
বাজারে যাতে গমের অভাব না হয়, সেই কারণে প্রয়োজনের সময় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) OMSS-এর মাধ্যমে গম বিক্রি করে। এই সরবরাহ অবিচ্ছিন্ন রাখার চেষ্টা করে সরকার। পরিসংখ্যান বলছে, যখন বাজারে গম কম আসে, সেই সময় চাহিদা বেড়ে যায়। আপাতত এফসিআই-এর পদক্ষেপের ফলে বাজারে গমের ঘাটতি নেই। এমনকী এই ক্ষেত্রে গমের দামও বাড়ছে না। তবে খোলাবাজারে গম বিক্রির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশ আসেনি। গম বিক্রির ক্ষেত্রে OMSS স্কিমের মাধ্যমে সরকার খোলা বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণ করে। শীঘ্রই সরকার এ বিষয়ে কোনও ঘোষণা না করলে জুন মাস থেকে আটার দাম আরও বাড়তে পারে।
আরও পড়ুন : Salary Cut: বেতন কাটা গেছে এই কারণে, কীভাবে টাকা ফেরত পাবেন জানেন ?