Audi Q7 Update: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে ফিরতে চলেছে Audi Q7। আগামী বছরের শুরুর দিকেই ফের দেশের রাস্তায় দেখা যাবে এই বিলাসবহুল এসইউভি। এই গাড়ির ওপর ভর করেই ভারতের কার মার্কেটে জনপ্রিয় হয়েছিল জার্মান অটোমেকার।


Audi Q7 Update: কেমন দেখতে নতুন গাড়ি ?
অটো সাইটগুলোর মতে, আগের থেকে আরও বেশি আগ্রাসী ডিজাইন দেওয়া হয়েছে গাড়িতে। এবার নতুন ম্যাট্রিক্স হেডল্যাম্প পেয়েছে Audi Q7। সঙ্গে সিঙ্গল ফ্রেম গ্রিল গাড়ির লুক আরও প্রিমিয়াম করে তুলেছে। পাশাপাশি গাড়িতে পাবেন আরও বড় চাকা। যা স্বাভাবিকভাবেই Q7-কে আরও বড় করে তুলেছে।




Audi Q7: গাড়িতে নতুন কী ?
শোনা যাচ্ছে, ফেসলিফটেড Audi Q7-এ দেওয়া হয়েছে নতুন বডি ক্ল্যাডিং। সঙ্গে পাবেন বড় চাকার জন্য নতুন বাম্পার সেট-আপ। গাড়ির ইন্টিরিয়রে হয়েছে পরিবর্তন। কোম্পানির বিলাসবহুল সেডান Audi A8-এর মতো দুটো বড় স্ক্রিন দেওয়া হয়েছে সেন্টার কনসোলে। এবার একটার বদলে দুটো টাচস্ক্রিন ছাড়াও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে গাড়িতে। এক কথায় বলতে গেলে গাড়িতে বসে পুরো লাক্সারি অনুভূতি পাবেন আপনি। এ ছাড়াও কেবিনে বিভিন্ন জায়গায় ক্রোম ও অ্যালুমিনিয়াম হাইলাইটস দিয়েছে কোম্পানি। যা গাড়ির লুক পুরো বদলে দিয়েছে।


Audi Q7 Features : গাড়ি-প্রেমীরা ফেসলিফটেড Audi Q7-এ  প্রিমিয়াম অডিও সিস্টেম, প্যানোরামিক সানরুফ, ফোর-জোন ক্লাইমেট কন্ট্রোল ও হেড-আপ ডিসপ্লে সহ আরও অনেক কিছুর মতো বৈশিষ্ট্য আশা করতে পারে। সব নতুন অডি গাড়ির মতো Q7-ও কেবল পেট্রল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে V6 ইউনিটের সাথে কিছু বৈদ্যুতিক সহায়তার কারণে গাড়ির কার্যক্ষমতা আরও বাড়তে পারে। পাশাপাশি ইঞ্জিন রিফাইনমেন্টও আগের থেকে আরও ভাল হবে বলেই আশা করা হচ্ছে।


Audi Q7 Update: এবারও স্ট্যানডার্ড মডেল থেকেই কোয়াত্রো সিস্টেম পাওয়া যাবে গাড়িতে।Q7 মডেলে দেখা যাবে Audi Q5-এর মতো বহু রং। বর্তমানে Q5, Q8-এর পাশাপাশি Q7 অডির গাড়ির তালিকা আরও বাড়াবে। সম্প্রতি দেশের বাজারে Audi Q5 লঞ্চ হয়েছে। সেখানে নতুন Q7 ও Q3 বাজারে আনতে চলেছে কোম্পানি। 


আরও পড়ুন : Maruti Suzuki Jimny: জিমনিকে গ্রিন সিগনাল, শীঘ্রই ভারতে লঞ্চ হবে মারুতির অফরোডার এসইউভি !


আরও পড়ুন :Maruti Suzuki Price Hike: বছরের শুরুতেই বড় ধাক্কা ! গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি