কলকাতা: ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় জাওয়াদের। রবিবার দুপুরে ওড়িশার পুরীর কাছে পৌঁছে শক্তিক্ষয় করবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। এ রাজ্যে ঢোকার আগেই শক্তি হারিয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। গভীর নিম্নচাপ হয়ে সুন্দরবনের উপর দিয়ে ঢুকবে বাংলাদেশে ‘জাওয়াদ। সেইসময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি।
ভূভাগে আছড়ে না পড়লেও জাওয়াদের জেরে কাল থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের সতর্কতায় উপকূলবর্তী জেলাগুলিতে চলছে সচেতনতামূলক প্রচার। শনি ও রবিবার নদী-সমুদ্রে যাতে কোনও জলযান না যায় তার জন্য বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দিঘা, মন্দারমণিতে খালি করে দেওয়া হচ্ছে হোটেল। ফসল রক্ষা করতে ধান, আলু ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা।
বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শক্তি হারালেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী,ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।আমফান থেকে....ইয়াস...প্রকৃতি রুদ্ররূপ ধারণ করলে, পরিণতি যে কী ভয়ঙ্কর হয়...তা ভালমতো জানেন, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলার বাসিন্দারা। এই পরিস্থিতিতে এবার ধেয়ে আসছে জাওয়াদ। ঝড় না হলেও হতে পারে ভারী বৃষ্টি। দুর্যোগ আসার আগে, সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে চূড়ান্ত সতর্কতার ছবি। শনি ও রবিবার সমুদ্র বা নদীতে কোনও জলযান যাতে না নামে, তা নিশ্চিত করতে নামখানা, সাগর, পাথরপ্রতিমায় প্রশাসনের তরফে চলছে সচেতনতামূলক প্রচার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুর বা বিকেলে ঘূর্ণিঝড় জাওয়াদ পুরীর কাছাকাছি পৌঁছাবে।পুরী থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে দিঘা। ঘূর্ণিঝড়ের উদ্বেগে কার্যত শুনশান সৈকত শহর। হাতে-গোনা যে কজন পর্যটক আছেন, তাঁরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাঁচেন।দিঘার পাশাপাশি, আরেক পর্যটনকেন্দ্র মন্দারমণিতেও প্রচার শুরু করেছে প্রশাসন। পৌঁছেছে এনডিআরএফের টিম।
রবিশস্য ওঠার মুখেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। দুর্যোগের হাত থেকে ফসল বাঁচাতে চূড়ান্ত ব্যস্ত কৃষকরা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে হুগলির সিঙ্গুর বা নদিয়ার রানাঘাট।কেউ জমি থেকে ধান গোলায় তুলছেন। কেউ ঝেড়ে ফেলছেন ধান। কোথাও আবার আগেভাগেই তুলে নেওয়া হচ্ছে আলু।