নয়াদিল্লি:  শুধু নভেম্বরেই ঘরোয়া গাড়ি বাজারে বিক্রি কমেছে ১২.০৫ শতাংশ। এক বছর আগে এই মাসে গাড়ি বিক্রি হয় ২০.৩৮ লাখ ইউনিট, এ বছর নভেম্বরে তা কমে হয়েছে ১৭.৯২ লাখ ইউনিট। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার্স বা এসআইএএম এই তথ্য দিয়েছে।

গত মাসে যাত্রীবাহী গাড়ির বিক্রি কমেছে ১০.৮৩ শতাংশ। গত বছর নভেম্বরে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয় ১.৭৯ লাখ, এবার তা কমে হয়েছে ১.৬ লাখ। জিপের মত ইউটিলিটি ভেহিকলের অবশ্য বিক্রি বেড়েছে ৩২.৭ শতাংশ। গত বছর নভেম্বরে বিক্রি ছিল ৬৯,৮৮৪টি, এবার তা বেড়ে হয়েছে ৯২,৭৩৯। মন্দা টু হুইলারের বাজারেও। ২০১৮-র নভেম্বরের তুলনায় বিক্রি কমেছে ১৪.২৭ শতাংশ। গত নভেম্বরে বিক্রি ছিল ১৬.৪৫ লাখ ইউনিট, এবার কমে ১৪.১ লাখ। এসআইএএম ডিরেক্টর জেনারেল রাজেশ মেনন বলেছেন, গ্রামীণ এলাকায় ক্রয় কমে যাওয়ার কারণেই টু হুইলারের বাজারে এই মন্দা দেখা দিয়েছে।

বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রেও একই অবস্থা। গত নভেম্বরের তুলনায় বিক্রি কমেছে ১৪.৯৮ শতাংশ। গতবার বিক্রি হয় ৭২,৮১২ ইউনিট, এই নভেম্বরে ৬১.৯০৭ ইউনিট। তবে থ্রি হুইলারের বিক্রি বেড়েছে, বৃদ্ধির হার ৪.৪৫ শতাংশ। গত বছর নভেম্বরে থ্রি হুইলার বিক্রি হয় ৫৩,৪০১টি, এবার বেড়ে হয়েছে ৫৫,৭৭৮টি। যাত্রীবাহী ও বাণিজ্যিক গাড়ির বিক্রি কমা চিন্তার বিষয়, মেনন জানিয়েছেন।যদি আগামী বাজেটে কিছুটা করছাড় মেলে, তবে বিরাট সাহায্য হবে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া গাড়ি নির্মাতাদের সাহায্যার্থে জিএসটি কমানোর পক্ষেও সওয়াল করেছেন।