নয়া দিল্লি: কোভিড ও লকডাউনে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে কেটেছে বিশ্বের অর্থনীতি। গত দেড় বছরে যেমন বেড়েছে বেকারত্ব, তেমন বেতন হ্রাসও হয়েছে। ভারতের অর্থনীতিও ততটাই প্রভাবিত হয়েছিল। তবে এবার সেই চিত্রে হয়ত বদল আসতে পারে। সম্প্রতি গ্লোবাল প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার  Aon Plc যে সমীক্ষা করেছে সেই রিপোর্টে দেখা গিয়েছে ২০২২ সালে গড় বেতন বাড়তে পারে একাধিক ক্ষেত্রে কর্মরত কর্মীদের। 


সার্ভে রিপোর্ট অনুসারে, ২০২২ সালে বেসরকারি সংস্থাগুলি তাদের কর্মীদের বেতন ৯.৪ শতাংশ হিসেবে বাড়াতে চলেছে ৷ ৩৯টি ক্ষেত্রের মোট ১ হাজার ৩৫০টি সংস্থাকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল। বলা হয়েছে, এই সকল সংস্থাগুলি টিকাকরণের মাধ্যমে কর্মক্ষেত্রে ফের স্বভূমিকায় ফিরে আসতে পেরেছে। ধীরে ধীরে লাভের মুখও দেখছে সংস্থাগুলি। ফলে কর্মীদের বেতন বৃদ্ধির আশা রয়েছে।


আরও পড়ুন, মা দুর্গার আগমন-বিসর্জনে 'অশনি সঙ্কেত'? দেখে নিন পঞ্জিকা কী জানাচ্ছে?


আসন্ন বছরে আইটি সেক্টরে ১১.২ শতাংশ হিসেবে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ এরপর প্রোফেশনাল সার্ভিসেস এবং ই-কমার্স সেক্টরে ১০.৬ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে ৷ রিয়েল এস্টেট সেক্টরের কর্মীদের বেতন বাড়তে পারে ৮.৮ শতাংশ ৷ উল্লেখ্য, এ বছরে রিয়েল এস্টেট সেক্টরে ৬.২ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে ৷


২০২১ সালে ৩৭ শতাংশ সংস্থা বেতন বৃদ্ধির জন্য প্রস্তুত ছিল। তবে ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে ৪৩ শতাংশ হওয়ার কথা রয়েছে। ২০২১ সালে ২০.৪ শতাংশ সংস্থা চেয়েছিল ১০ শতাংশ বেতন বৃদ্ধি করতে কর্মীদের। ২০২২ সালে ২৪.৭ শতাংশ সংস্থা চাইছে ১০ শতাংশ বেতন বৃদ্ধি করতে। 


আরও পড়ুন, দাম বাড়াচ্ছে Hindustan Unilever, Surf Excel ছাড়াও খরচ বাড়বে এই জিনিসগুলিতে


দেশের আর্থিক অবস্থা উন্নতি হওয়ায় এবং অ্যাট্রিশন রেট ২০ শতাংশ পর্যন্ত হওয়ার কারনে সংস্থাগুলির বেতন বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে , এমনটাই উল্লেখ করা হয়েছে।