নয়াদিল্লি: দৈনিক ব্যবহারের Surf Excel, Rin, Lux ছাড়াও একাধিক জিনিসের দাম বাড়তে চলেছে। হিন্দুস্থান ইউনিলিভার Hindustan Unilever Limited (HUL) কাপড় কাচা ও গায়ে মাখার সাবান ক্যাটেগরিতে দাম বাড়ানোয় অতিরিক্ত খরচ করতে হবে ক্রেতাকে। গত মাসেই এই ধরনের পণ্যে (৩.৫-১৪) শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।


নতুন করে দাম বৃদ্ধির ফলে এখন কাপড় কাচার হুইল সাবান গুড়োর দাম বেড়েছে ৩.৫ শতাংশ। ৫০০ গ্রাম ও ১ কেজি হুইলের প্যাকেটের দাম বাড়ছে ১থেকে ২টাকা। ফলে নতুন করে ৫০০ গ্রামের হুইলের প্যাকেটের দাম দাঁড়াছে ২৮ টাকার জায়গায় ২৯ টাকা। এক কেজি হুইলের দাম হবে ৫৬-৫৭ টাকার জায়গায় ৫৮ টাকা।


দাম বাড়ছে রিনের একে কেজি প্যাকেটের। ৭৭টাকার জায়গায় এখন ক্রেতাদের ৮২টাকা ব্যয় করতে হবে এই প্যাকেটে।এখানেই শেষ হচ্ছে না দাম বৃদ্ধির পালা। রিনের ১০টাকার প্যাকেটে আগের মতো ১৫০গ্রাম পাউডার পাবেন না ক্রেতা।সেই জায়গায় দেওয়া হবে ১৩০ গ্রাম সাবানের গুড়ো। রিন, হুইলের মতো সাবানের গুড়োর প্যাকেটে দাম বাড়ানো হয়েছে সার্ফ এক্সেলের। এক কেজির প্যাকেটে ১৪ টাকা দাম বাড়ানো হয়েছে এই প্রোডাক্টের।


তবে শুধু কাপড় কাচার সাবান নয়, দাম বাড়ানো হয়েছে গায়ে মাখার সাবানেরও।লাক্স ও লাইফবয়ের দাম বাড়ছে ৮-১২ শতাংশ।আগে ১০০গ্রাম লাক্সের 'ফাইভ ইন ওয়ান প্যাক' পাওয়া যেত ১২০ টাকায়। এখন তা বেড়ে (১২৮-১৩০ টাকা) হচ্ছে।একইভাবে বাড়তে চলেছে আরও বেশকিছু জিনিসের দাম। কিছু ক্ষেত্রে দাম না বাড়ালেও রিনের মতো একই দামে পরিমাণ কমছে বিভিন্ন প্রোডাক্টের। যার ফলে আদতে ভুগতে হবে ক্রেতাদের।


মঙ্গলবারই বম্বে স্টক এক্সচেঞ্জে ওপরে উঠেছে HUL-এর শেয়ারের দাম। এই নিয়ে টানা দু'দিন দাম বাড়ল হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড-এর শেয়ারের।এদিন বম্বে স্টক এক্সচেঞ্জে HUL-এর শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২,৮০৮ টাকা।    


আরও পড়ুন : Hyundai Casper: Tata Punch কে টক্কর দিতে Casper আনছে Hyundai


আরও পড়ুন : 2021 Ford EcoSport facelift : খরা কাটাতে ভরসা EcoSport facelift, শীঘ্রই ফের বাজারে ফোর্ড