ATF Prices: উৎসবের মরশুমে সস্তায় বিমানে চড়ার সুযোগ পাবেন গ্রাহকরা ? এই সেপ্টেম্বর মাস পড়তেই এক ধাক্কায় অনেকটা সস্তা হল বিমানের জ্বালানির দাম (ATF Price)। আর এই কারণে বিমান সংস্থাগুলির অপারেটিং খরচও অনেকটাই (Fuel Price) কমে যাবে বলে ধারণা। ফলে কমতে পারে বিমানের ভাড়াও (Flight Fare)।
জ্বালানি তেলের দাম কমল
দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে আজ ১ সেপ্টেম্বর থেকে বিমানের জ্বালানির খরচ কমে গিয়েছে। এক কিলোলিটার অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম কমেছে ৪৪৯৫ টাকা। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে আজ দিল্লি বিমানের জ্বালানি তেলের দাম ৪৪৯৫.২৮ টাকা সস্তা হয়ে দাম এসেছে ৯৩,৪৮০.২২ টাকা প্রতি কিলোলিটারে।
অন্যান্য শহরে দাম কেমন চলছে বিমানের জ্বালানির
শুধু দিল্লিতেই নয়, দেশের অন্যান্য শহরেও বিমানের জ্বালানির দাম কমে গিয়েছে আজ। মুম্বইতে এটিএফের দাম কমে হয়েছে কিলোলিটারে ৮৭,৪৩২.৭৮ টাকা। চারটি মহানগরের দিকে তাকালে দেখা যাবে মুম্বইতেই এখন এই অ্যাভিয়েশন ফুয়েলের দাম সবথেকে কম পাওয়া যাচ্ছে। কলকাতাতে এই জ্বালানির দাম কমে হয়েছে ৯৬,২৯৮.৪৪ টাকা প্রতি কিলোলিটারে। চারটি মহানগরের মধ্যে কলকাতার দাম সবথেকে বেশি। একইসঙ্গে চেন্নাইতে এটিএফের দাম সস্তা হয়ে এখন রয়েছে ৯৭,০৬৪.৩২ টাকা প্রতি কিলোলিটারে। তথ্য অনুসারে আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে সারা দেশে।
বিমানের ভাড়া কমতে পারে
প্রতি মাসের শুরুতেই দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি এই বিমানের জ্বালানির দামে হেরফের করে থাকে। প্রতি মাসের শুরুতেই সেই মাসের দাম নির্ধারিত হয়। বাজার দরের সঙ্গে পাল্লা দিয়ে এই দাম কমে, বাড়ে। বিমান পরিষেবা সংস্থাগুলির সবথেকে বড় খরচ হয় এই জ্বালানিতে। আর তাই এই মাসে জ্বালানির দাম কমার কারণে প্রভাব পড়তে পারে বিমানের টিকিটের দামেও। ফলে বিমান ভাড়াও কমার সম্ভাবনা রয়েছে এই মাসে।
সেপ্টেম্বরেই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের
আজ থেকেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৯ টাকা হারে। এই নিয়ে ২০২৪ সালে দ্বিতীয়বার দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Upcoming IPO: আগামী সপ্তাহেই বাজারে আসবে ৬৫০০ কোটির এই আইপিও, দেবে মুনাফা ?