Bajaj Housing Finance: স্টক মার্কেটে বড় অপেক্ষা চলছে বাজাজ হাউজিং ফিনান্সের এই আইপিওকে ঘিরে। সম্প্রতি এই ৬৫০০ কোটির আইপিও কবে আসবে বাজারে সেই তারিখ ঘোষণা করেছে সংস্থা। ৯ সেপ্টেম্বর সোমবার থেকে এই বড়সড় আইপিওতে বিনিয়োগ করতে পারবেন আপনি এবং বিডিং বা সাবস্ক্রিপশন (Bajaj Housing Finance IPO) করা যাবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এই আইপিওর মাধ্যমে নতুন ইস্যুর সঙ্গে অফার ফর সেলের শেয়ারও বিক্রি করবে সংস্থা। গ্রে মার্কেটে এখন থেকে আইপিওকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। বাজারে আসার আগেই এই আইপিওর (Upcoming IPO) জিএমপি প্রাইসব্যান্ড উঠেছে ৬৫ প্রিমিয়ামে।
৩৫৬০ কোটি টাকার নতুন ইস্যু ছাড়া হবে
বাজাজ হাউজিং ফিনান্সের এই ৬৫৬০ কোটির আইপিওর মাধ্যমে বাজারে একইসঙ্গে নতুন শেয়ার ও অফার ফর সেলের শেয়ার ছাড়বে সংস্থা। এর মধ্যে ৩৫৬০ কোটির নতুন শেয়ার থাকবে এবং বাকি ৩০০০ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে অফার ফর সেলের মাধ্যমে। বাজাজ গ্রুপের এই আইপিওর জন্য বহুদিন ধরেই অপেক্ষায় বিনিয়োগকারীরা। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এই আইপিওর প্রাইসব্যান্ড ঘোষণা করা হবে। এই আইপিওর মাধ্যমে সংস্থার মালিক ও শেয়ারহোল্ডাররা নিজেদের স্টেক কমাবেন। ৬ সেপ্টেম্বর চালু হবে আইপিওর অ্যাঙ্কর বুকিংয়ের সুবিধে।
বাজাজ ফিনান্স ও বাজাজ ফিনসার্ভের শেয়ারহোল্ডারদের কোটা সংরক্ষিত থাকবে
সংস্থা জানিয়েছে বাজাজ ফিনান্স ও বাজাজ ফিনসার্ভের শেয়ারহোল্ডারদের জন্য এই আইপিও সাবস্ক্রিপশনে কোটা থাকবে। বুক রানিং লিড ম্যানেজারদের মধ্যে রয়েছে কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি, বিওএফএ সিকিউরিটিজ ইন্ডিয়া, অ্যাক্সিস ক্যাপিটাল, গোল্ডম্যান স্যাকস ইন্ডিয়া, এসবিআই ক্যাপিটাল মার্কেটস, জেএম ফাইনান্সিয়ালস ও আইআইএফএল সিকিউরিটিজ।
২০টি রাজ্যে ৩ লক্ষ গ্রাহক আছে বাজাজ গ্রুপের
২০০৮ সালে তৈরি হয়েছিল এই বাজাজ হাউজিং ফিনান্স সংস্থা। ২০১৫ সালে নন-ডিপোজিট হাউজিং ফিনাস কোম্পানি হিসেবে এই সংস্থা কেন্দ্রের ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক হিসেবে নিবন্ধীত হয়। ২০১৮ সাল থেকে এই সংস্থা বাড়ি কেনা বা গড়ার জন্য ঋণ মঞ্জুর করে আসছে। এই সংস্থা বাজাজ গ্রুপের ব্যবসারই একটি অঙ্গ। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাজাজ গ্রুপের মোট গ্রাহক সংখ্যা ছিল ৩ লক্ষ ৮ হাজার জন। এর মধ্যে ৮১.৭ শতাংশ গ্রাহকই যুক্ত হোম লোনের মাধ্যমে। দেশের মোট ২০টি রাজ্যে, ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ২১৫টি শাখা রয়েছে এই গ্রুপের।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Bonus Share: বিনা খরচেই শেয়ার পাবেন, শেয়ারহোল্ডারদের জন্য বড় ঘোষণা করল এই সংস্থা