FasTag Balance Check: দেশের হাইওয়ে ও এক্সপ্রেসওয়েতে 'বাঁধাহীন' যাত্রার জন্য শুরু হয়েছে FasTag পরিষেবা।টোল প্লাজায় এই পরিষেবার কারণে এখন আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না গাড়ির চালকদের। গাড়িতে ফাস্ট্যাগ স্টিকারের মাধ্যমে সহজেই দেওয়া যায় টোল ট্যাক্স। জানেন, কীভাবে দেখতে হয় এই ফাস্ট্যাগের (FasTag Balance) ব্যালেন্স।


FasTag Balance Check: কী সুবিধা হয় ফাস্ট্যাগে ?
FASTag-এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে টোল চার্জ সহজেই কেটে নেওয়া হয়। এতে আলাদা করে টোলের জন্য আপনার কাছে নগদ রাখার দরকার পড়ে না। যার মাধ্যমে টোল ট্যাক্সের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে। তবে অনেকেই জানেন না তাদের অ্যাকাউন্ট থেকে কত টোল কেটে নেওয়া হয়েছে। এই সমস্যা কাটিয়ে উঠতে সহজ কিছু উপায় অবলম্বন করুন। তাহলেই টোল ব্যালেন্স চেক করতে পারবেন আপনি। জেনে নিন কীভাবে চেক করবেন টোল ব্যালেন্স। 


FasTag Balance Check: কীভাবে ফাস্ট্যাগে ব্যালেন্স চেক করবেন ?


ফাস্ট্যাগ অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করুন


আপনি যদি Fastag-এর ব্যালেন্স চেক করতে চান, তবে Fastag অ্যাপ ডাউনলোড করতে পারেন। আপনি অ্যাপে তথ্য দিয়ে সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন।


২ ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে চেক করুন


FASTag সবসময় কোনও না কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। এই পরিস্থিতিতে আপনি সহজেই ব্যাঙ্কের অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কেটে নেওয়া হয়েছে তা পরীক্ষা করতে পারেন।


৩ SMS এর মাধ্যমে চেক করুন


এছাড়াও আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল থেকে SMS এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স চেক করতে পারেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টে FASTag অপশনটি নির্বাচন করে থাকেন, তবে আপনি সহজেই মেসেজের মাধ্যমে আপনার ব্যালেন্স চেক করতে পারেন।


৪ টোল ফ্রি নম্বরের মাধ্যমে চেক করুন


FASTag-এর ব্যালেন্স চেক করতে NHAI টোল ফ্রি নম্বরে কল করে আপনি এর তথ্য পেতে পারেন। এই টোল ফ্রি নম্বরটি 8884333331 নম্বরে কল করে চেক করা যেতে পারে।


আরও পড়ুন : GWM fires: ভারতীয় কর্মীদের চিন থেকে বহিষ্কার, কারণ শুনলে চমকে যাবেন