Holiday List: প্রতি মাসেই কিছু নিয়মিত ছুটির দিন ছাড়াও বাড়তি কিছু সরকারি ছুটি থাকে। ঐদিনগুলিতে বন্ধ্য থাকে ব্যাঙ্কের শাখায় (Bank Holiday List) কাজকর্ম, তবে চালু থাকে অনলাইন বা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা। অক্টোবরেও অনেকদিন বন্ধ ছিল ব্যাঙ্ক (Bank Holiday), পুজোর মরশুমের কারণে। আগামী নভেম্বর মাসেও (Holiday List) মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। জাতীয়, আঞ্চলিক ছুটি এবং নিয়মিত ছুটির দিন মিলিয়ে ১৩ দিন ব্যাঙ্কের শাখায় গেলে কোনো কাজ হবে না। কবে কবে ছুটি রয়েছে ব্যাঙ্ক কর্মীদের ?


প্রতি বছরের শুরুর আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেক মাসের সমস্ত ছুটির দিন ঘোষণা করে তালিকা প্রকাশ করে। সেই তালিকা মাথায় রেখেই আপনাকে নিজের ব্যাঙ্কের কাজকর্ম পরিকল্পনা করে রাখতে হবে। প্রয়োজনে আগেভাগে সেরে রাখতে হবে প্রয়োজনীয় কাজ। অক্টোবরের তুলনায় নভেম্বরে অনেক কম ছুটি রয়েছে ব্যাঙ্কে, তবে কিছু কিছু দীর্ঘ উইকেন্ডের ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা।


দীপাবলি পড়েছে এই মাসের প্রথম শনিবার এবং রবিবার। আর তাই বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক এবং নাগপুরে ৩ দিন টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই এই সমস্ত এলাকার গ্রাহকদের আগে থেকে কাজ সেরে রাখতে হবে অথবা ছুটির পরে প্রয়োজনীয় কাজ মেটাতে হবে। মূলত অনুষ্ঠান, রাজ্যের কিছু নিজস্ব উৎসব, সপ্তাহান্তের ছুটি এবং জাতীয় ছুটির হিসেব রেখেই এই ছুটির তালিকা বানানো হয় কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে। প্রতি রাজ্যেই রবিবার করে বন্ধ থাকে ব্যাঙ্ক এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারেও বন্ধ থাকে ব্যাঙ্ক পরিষেবা।


দেখে নিন সম্পূর্ণ ছুটির তালিকা


১ নভেম্বর শুক্রবার – দীপাবলি উপলক্ষ্যে বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক এবং নাগপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।


২ নভেম্বর শনিবার – দীপাবলি, গোবর্ধন পূজা উপলক্ষ্যে আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জয়পুর, কানপুর, লক্ষ্ণৌ এবং নাগপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।


৩ নভেম্বর রবিবার-  ব্যাঙ্কের নিয়মিত ছুটি। সারা দেশেই বন্ধ ব্যাঙ্কের শাখা।


৭ নভেম্বর বৃহস্পতিবার – ছট পূজার জন্য কলকাতা, পাটনা, রাঁচিতে ছুটি রয়েছে ব্যাঙ্কে।


৮ নভেম্বর শুক্রবার – ছট পূজার জন্য রাঁচি ও পাটনায় বন্ধ ব্যাঙ্ক।


৯ নভেম্বর শনিবার-  মাসের দ্বিতীয় শনিবার নিয়মিত ছুটি ব্যাঙ্কের


১০ নভেম্বর রবিবার – এদিন ব্যাঙ্কে নিয়মিত ছুটি।


১২ নভেম্বর মঙ্গলবার – এগাস বাগওয়াল উৎসবের জন্য দেরাদুনে বন্ধ থাকবে ব্যাঙ্ক


১৫ নভেম্বর শুক্রবার – গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ, তেলেঙ্গানা, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগরে বন্ধ ব্যাঙ্ক।


১৭ নভেম্বর রবিবার – নিয়মিত ছুটির দিন।


১৮ নভেম্বর সোমবার-  কনকাদাস জয়ন্তী উপলক্ষ্যে বেঙ্গালুরুতে বন্ধ ব্যাঙ্ক


২৩ নভেম্বর শনিবার – চতুর্থ শনিবার এবং সেং কুৎসনেম উপলক্ষ্যে শিলংয়ে বিশেষভাবে বন্ধ এবং সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।


২৪ নভেম্বর রবিবার – সপ্তাহান্তের নিয়মিত ছুটি এদিন ব্যাঙ্ককর্মীদের।


আরও পড়ুন: Best Stocks To Buy: ৩ টাকা থেকে ২,৩৬,০০০ টাকায় এই শেয়ার ! MRF কে টপকে ভারতের সবচেয়ে দামি স্টক এই স্মল ক্য়াপ