লকারে সোনার গয়না রেখে অনেকেই নিশ্চিন্ত থাকেন। কিন্তু হঠাৎ আপনার কিছু ঘটে গেলে, আপনার গয়নাগাটির কী হবে, সেই ব্যবস্থা করে রেখেছেন কি? অনেকেই হয়ত সেই বিষয়টা মাথায় রাখেন না। কিংবা একজন নমিনি রেখেও দেন। কিন্তু তাঁরও যদি একই সঙ্গে কোনও বিপদ আপদ ঘটে, তাহলে কে আপনার গয়নাগাটির দাবিদার হবে?সেটাই আপনি এবার ঠিক করে রাখতে পারবেন। লকার হোল্ডারের অবর্তমানে , গচ্ছিত জিনিসপত্র কার হাতে যাবে , তা নিয়ে আইনি জটিলতা এড়াতে এবার আরও বড় ব্যবস্থা নিচ্ছে আইন। Banking Laws (Amendment) Act, 2025 অনুসারে ১ নভেম্বর থেকে লকার রাখার নিয়মে কী কী বদল আসছে দেখে নিন।
বাধ্যতামূলকভাবে নমিনি রাখতেই হবে: ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের মনোনয়ন সুবিধা সম্পর্কে অবহিত করতে হবে এবং একটি মনোনয়নের বদলে লকারের ক্ষেত্রে ৪ জন নমিনি রাখতে হবে। গ্রাহক কাউকে যদি নমিনি রাখবেন না মনে করেন, তাহলে ব্যাঙ্ককে বিষয়টা লিখিত ভাবে জানাতে হবে। তবে শুধুমাত্র নমিনি রাখতে যদি কেউ না চান, তাহলে তাকে লকারের সুবিধা দিতে অস্বীকার করতে পারবে না ব্যাঙ্ক।
দ্রুত দাবি নিষ্পত্তি: বৈধ নথিপত্র পাওয়ার ৩০ দিনের মধ্যে ব্যাঙ্কগুলিকে দাবি নিষ্পত্তি করতে এবং মনোনীত ব্যক্তি বা আইনি উত্তরাধিকারীকে লকারের জিনিসপত্র প্রদান করতে হবে।
স্বচ্ছতা: ব্যাংকগুলিকে পাসবই বা বিবৃতিতে নমিনি সম্পর্কে স্পষ্ট উল্লেখ করতে হবে।
একাধিক নমিনি: গ্রাহকরা এখন একটি ব্যাঙ্ক লকারের জন্য সর্বোচ্চ চারজনকে মনোনীত করতে পারবেন, আগের একজনই মনোনীত ব্যক্তি রাখা যেত। এখন আপনার পছন্দ অনুসারে ৪ জনকে রাখা যাবে তালিকায়।
শুধুমাত্র ধারাবাহিক মনোনয়ন: লকার এবং নিরাপদ হেফাজতের জিনিসপত্রের জন্য, শুধুমাত্র যে ধারাবাহিকতা মেনে গ্রাহক নমিনি রেখেছেন, সেই অনুসারেই গ্রাহকের মৃত্যুর পর নমিনির হাতে সম্পত্তি যাবে। ১ নম্বরে থাকা ব্যক্তিই হবেন প্রথম দাবিদার।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১ নভেম্বর থেকে অনেকগুলি নিয়মেই বড় পরিবর্তন আনতে চলেছে। ডিপোজিট অ্যাকাউন্ট , লকার এবং নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্রের (safe deposit lockers and articles kept in safe custody)এর নমিনেশন ফেসিলিটির ক্ষেত্রে এই পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে ব্যাঙ্কগুলিকে যে কোনও ডিপোজিট অ্যাকাউন্ট খোলানোর সময় গ্রাহকদের মনোনয়নের সুবিধা সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে। অর্থাৎ নতুন কী নিয়ম লাগু হচ্ছে, তা জানাতে হবে।