মুম্বই: অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি। আগামী ডিসেম্বরেই ৯০-এ পা দেবেন তিনি। তার আগে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। প্রথমে জানা যায়, রুটিন চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। গত চার-পাঁচ দিন ধরে হাসপাতালেই রয়েছেন তিনি। যদিও পরে হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। ICU-তে রাখা হয় তাঁকে। তবে এখন অবস্থা স্থিতিশীল। (Dharmendra Hospitalised)

Continues below advertisement

হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে চিন্তার কিছু নেই। স্থিতিশীল আছেন ধর্মেন্দ্র। প্যারামিটার্স ঠিক আছে তাঁর। হার্ট রেট ৭০, রক্তচাপ ১৪০/৮০। প্রস্রাবেও সমস্যা নেই। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বেশ কিছু টেস্টও হয়েছে তাঁর। (Bollywood News)

আগামী ৮ ডিসেম্বর জন্মদিন ধর্মেন্দ্রর। ওই দিন ৯০-এ পা দেবেন বলিউডের ‘হি-ম্যান’। এর আগে, চলতি বছরের এপ্রিল মাসেই চোখে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চলতি সপ্তাহের গোড়াতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 

Continues below advertisement

ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে গোড়ায় যদিও অন্য খবর আসে। এক সুত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যম জানা, রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছেন অভিনেতা। তিনি বলেন, “হ্যাঁ, ব্রিচ ক্য়ান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র। তবে উদ্বেগের কোনও কারণ নেই। অভিনেতার শরীর ভাল আছে। রুটিন মেডিক্যাল টেস্টের জন্য প্রায়শই হাসপাতালে যেতে হয় তাঁকে। বর্তমানেও সেই কারণেই হাসপাতালে। ওঁকে কেউ দেখতে পেয়েছেন, আর তা থেকেই উত্তেজনা ছড়িয়েছে। তবে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। উনি ভাল আছেন।”

ধর্মেন্দ্র নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন বলেও জানা যায়। রোজ রোজ হাসপাতালে ছোটার চেয়ে, একবারে সব টেস্ট করিয়ে নিতে চেয়েছিলেন বলে খবর আসে। ওই ব্যক্তি বলেন, “সব টেস্ট হতে দু’-তিন দিন সময় লাগে। ৮৯ বছরে রোজ রোজ ছুটে আসা সমস্যার। তাই নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেতা, যাতে একবারে সব মিটে যায়। দুই ছেলে সানি এবং ববি দেওল ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও, বাবার স্বাস্থ্য়ের দিকে কড়া নজর রয়েছে তাঁদের। টেস্ট কখন হচ্ছে, রিপোর্ট কী আসছে, সব খবর রাখছেন।”

ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে অনুরাগীদের উদ্বেগের যথেষ্ট কারণও রয়েছে। বড়পর্দার অন্যতম সুদর্শন অভিনেতার চেহারা যেমন ভেঙে পড়েছে, তেমনই আজকাল কথাও জড়িয়ে যায়, যা বুঝতে সময় লাগে বেশ। বার্ধক্যজনিত কারণে প্রিয় অভিনেতার এমন অবস্থা মেনে নিতে পারেন না অনেকেই। তবে ধর্মেন্দ্র আগের মতোই আছেন। প্রায়শই অনুরাগীদের উদ্দেশে বার্তা দেন তিনি।। শেষ বার, ২০২৪ সালে ‘তেরি বাতোঁ মেঁ অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে দেখা যায় তাঁকে। শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ ছবিতেও দেখা যাবে অভিনেতাকে। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চনের পৌত্র অগস্ত্য নন্দা, জয়দীপ আলাওয়ত এবং সিকন্দর খের।