কলকাতা: পয়লা মে। ভারতের জাতীয় ছুটির দিন। মে দিবস ছাড়াও এই বছরের পয়লা মে আরও কিছু কারণে গুরুত্বপূর্ণ। এদিন থেকে এমন কিছু কিছু পরিবর্তন আসতে চলেছে যা আমার-আপনার প্রতিদিনের জীবনে প্রভাব ফেলবে। ব্যাঙ্ক (Bank) থেকে বিনিয়োগ (Investment) ক্ষেত্র, গ্যাস সিলিন্ডার থেকে টিকাকরণ। নানা ক্ষেত্রের নিয়মে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে।


অ্যাক্সিস ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্সে বদল:
অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) তাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ম বদল করছে। এবার থেকে অ্যাকাউন্টে ন্যূনতম আমানতের পরিমাণ আরও বাড়ছে। শহর ও গ্রামের ভিত্তিতে সেই পরিমাণের পার্থক্য থাকবে।


নগদ ব্যবহারের নিয়মে বদল:
অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের নগদ ব্যবহারের লিমিট কমাচ্ছে। দুই ধরনের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে ২ লক্ষ টাকা থেকে কমিয়ে দেড় লক্ষ টাকা পর্যন্ত নগদ ব্যবহারের লিমিট রাখা হয়েছে।    


বৃদ্ধি এটিএম চার্জেও:
এটিএম (ATM) চার্জও বাড়াচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। যত লিমিট দেওয়া হয়েছে, তার চেয়ে বেশিবার টাকা তোলা হলে একটি চার্জ নেওয়া হয় ব্যাঙ্কে। অ্যাক্সিস ব্যাঙ্ক সেটি দ্বিগুণ করছে। অর্থাৎ আগে যে পরিমাণ চার্জ করা হত, এবার তার দ্বিগুণ চার্জ করা হবে। আরও কিছু ক্ষেত্রে পরিষেবার দাম বৃদ্ধি করা হচ্ছে।


ব্যাঙ্কে ছুটি:
পয়লা মে ব্যাঙ্ক ছুটি, এরপর ইদের জন্য ছুটি থাকবে ব্যাঙ্ক। মাসের প্রথমে ছুটি থাকায় পরে গ্রাহকের ভিড় বাড়বে ব্যাঙ্কে। 


বৃদ্ধি গ্যাসের দামে:
পয়লা মে থেকে লাফিয়ে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের (gas cylinder) দাম। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১০২ টাকা ৫০ পয়সা। এখন তার দাম দাঁড়িয়েছে ২৩৫৫ টাকা ৫০ পয়সা। এর আগে পয়লা এপ্রিলে এই গ্যাসের দাম বেড়েছিল আড়াইশো টাকা।        
    
UPI এবং IPO:
কোনও সংস্থার IPO-তে UPI-এর মাধ্যমে বিনিয়োগ করতে গেলে কিছু নিয়ম বদল হয়েছে। সেবির নতুন নিয়ম করতে গেলে এখন ৫ লাখ টাকা পর্যন্ত বিড (bid) করা যাবে। আগে দুই লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেত। এই নিয়ম বদলে সুবিধা হবে উপভোক্তাদের। 


আরও পড়ুন:  ১৫ মিনিটে ফুল-ডে চার্জ, ওয়ানপ্লাসের এই ফোন দিচ্ছে বিশেষ ফিচার