Defence Stock: পাবলিক সেক্টর ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সংস্থা ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের শেয়ারের দাম হু হু করে এবার বাড়তে চলেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) কাছ ১৭ হাজার কোটির অর্ডার পেয়েছে সংস্থা আর এই খবরে তেজি (Stocks To Buy) হতে চলেছে এই সংস্থার শেয়ার। রাডার নির্মাণ ও সরবরাহের এই অর্ডার পাওয়ায় কেনার সুযোগ তৈরি হয়েছে এই স্টকে, এমনটাই ধারণা ব্রোকারেজ হাউসের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ভারত ইলেক্ট্রনিক্সের (Bharat Electronics Share) সঙ্গে ২৪৬৩ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় বায়ুসেনার অশ্বিনী রাডার সরবরাহ ও সার্ভিসিং করানোর জন্য।

স্টক এক্সচেঞ্জে একটি রেগুলেটরি ফাইলিংয়ে এই নবরত্ন সংস্থা ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে তাদের ২৪৬৩ কোটি টাকার একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এই চুক্তির ভিত্তিতে সংস্থার পক্ষ (Stocks To Buy) থেকে ভারতীয় বায়ুসেনায় অশ্বিনী রাডার সরবরাহ করা হবে। এই রাডার একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ইলেক্ট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্টের মাধ্যমে যা কিনা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত।

এই ধরনের রাডারের সাহায্যে অতি সহজে দ্রুতগতির যুদ্ধবিমান থেকে ড্রোনের মাধ্যমেও নিশানা ভেদ করা সম্ভব। সমস্ত স্তরেই এই রাডার ইনস্টল করা যাবে। বর্তমান ২০২৪-২৫ অর্থবর্ষে এখনও পর্যন্ত বিইএল সংস্থা ১৭,০৩০ কোটি টাকার অর্ডার পেয়েছে।

ভারত ইলেকট্রনিক্সের স্টকের দাম (Stocks To Buy) গতকালের বাজারে ১২ মার্চ ০.১৩ শতাংশ পড়ে ২৭৭ টাকায় বন্ধ হয়েছিল। স্টক মার্কেটের পতনের দরুণ সর্বোচ্চ স্তর থেকে এই স্টকের দাম ২৫ শতাংশ পড়ে গিয়েছে। তবে এখন এই অর্ডার পাওয়ার পরে ব্রোকারেজ হাউজগুলি এই স্টকে পজিটিভ রেটিং দিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: IndusInd Bank Share: ১৯৫০০ কোটির লোকসান বিনিয়োগকারীদের; ২৭ শতাংশ ধসের পর ফের চড়ছে এই স্টকের দাম, কিনবেন ?