Stock Market: এই স্টকে এক ধাক্কায় ২৭ শতাংশ ধস। গতকালের বাজারে বিনিয়োগকারীদের ভরাডুবি হয়েছিল এই শেয়ারে। ১৯৫০০ কোটি টাকা কমে গিয়েছিল সংস্থার বাজার মূলধন। আর আজ বাজার খুলতেই ফের চড়ছে এই শেয়ারের দাম। গতকাল বাজার বন্ধের সময় এই স্টকের দাম ছিল ৬৫৬.৮ টাকা আর আজ এখন এই শেয়ারের দাম ট্রেড করছে ৬৮৯.০০ টাকায়। সংস্থার নেট মূল্যে ২.৩৫ শতাংশের পতন আসায় এবং ১৫৩০ কোটি টাকার ডেরিভেটিভ (IndusInd Bank Share) গরমিলের কারণে ধস নেমেছিল এই শেয়ারে। তাছাড়া রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে ব্যাঙ্কের সিইওর কাজের মেয়াদ পুনর্বহালের ক্ষেত্রে ৩ বছরের বদলে কমে হয়েছে ১ বছর। তাতেই নেতিবাচক মনোভাব এসেছিল বাজারে। আর তাই ৫২ সপ্তাহের সর্বনিম্ স্তরে নেমে এসেছিল এই ব্যাঙ্কের শেয়ার। সংস্থার নাম ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।
ডেরিভেটিভ পোর্টফোলিওতে বড় গরমিল প্রকাশ্যে চলে আসার পরেই এক ধাক্কায় ২৭ শতাংশ ধস নামে এই শেয়ারের দামে। ব্যাঙ্কের ইতিহাসে এটাই ছিল একদিনের সবথেকে বড় পতন। একদিনেই ব্যাঙ্কের বাজার মূল্য থেকে উধাও হয়ে যায় ১৯৫০০ কোটি টাকা। আর এই পতনের ফলে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের বাজার মূলধন কমে যায় ৭৮,৭৬২ কোটি টাকা। ২০২৪ সালের জানুয়ারি মাসে সর্বোচ্চ স্তরে ছিল এই ব্যাঙ্কের বাজার মূলধন। ব্যাঙ্কের নেট মূল্য ২১ হাজার কোটি টাকার কাছাকাছি পতনের সম্ভাবনা দেখা গিয়েছে। ব্যাঙ্কের আভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে এসেছে বেশ কিছু ব্রোকারেজ সংস্থার পক্ষ থেকে এই ব্যাঙ্কের শেয়ারের দামে টার্গেট প্রাইস কমানো হয়েছে আর তা প্রভাব ফেলেছে বিনিয়োগকারীদের মনে।
এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে এই ব্যাঙ্কের পক্ষ থেকে পিডব্লিউসি ইন্ডিয়াকে নিয়োগ করেছে এক্সটার্নাল রিভিউ করার জন্য যাতে এই আর্থিক অসঙ্গতির কারণ খুঁজে বের করে তা সমাধান করা যায় দ্রুত। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই এই রিপোর্ট পেশ করবে পিডব্লিউসি ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার পক্ষ থেকে এই ব্যাঙ্কের সিইও সুমন্ত কাঠপলিয়ার বর্ধিত কাজের মেয়াদ ২০২৫-এর ২৪ মার্চের বদলে মাত্র ১ বছর বাড়িয়ে করা হয়েছে ২০২৬ সালের ২৩ মার্চ পর্যন্ত। এর আগে সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের বোর্ডের সিদ্ধান্তক্রমে সুমন্ত কাঠপলিয়ার কাজের মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর অনুমোদন এসেছিল, কিন্তু এই অনুমোদনে সায় দিল না রিজার্ভ ব্যাঙ্ক।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)