Nithin Kamath: 'জিরোধা'র প্রতিষ্ঠাতা এবং সিইও নীতিন কামাথ (Nithin Kamath) সম্প্রতি নিজের সমাজমাধ্যমে বিভিন্ন রকম সাইবার জালিয়াতির (Cyber Scam) হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন। কিছুদিন আগেই বেঙ্গালুরুর এক টেক-কর্মী স্টক মার্কেট ট্রেডিং (Stock Market Trading Scam) সংক্রান্ত একটি জালিয়াতির ফাঁদে ৯১ লক্ষ টাকা খুইয়েছেন আর এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশজুড়ে। সুরক্ষিত থাকতে কী জানিয়েছেন নীতিন কামাথ ?


এক্স হ্যান্ডলে একটি পোস্টে নীতিন কামাথ এই স্টক ট্রেডিং জালিয়াতির প্রতিবেদন প্রকাশ করেন যেখানে বেঙ্গালুরুর এক টেক-কর্মীর ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে 'গ্লোবাল এআই স্মার্ট ট্রেডিং কম্পিটিশন'-এ ভোটিংয়ের মাধ্যমে বিনামূল্যে স্টক ট্রেডিংয়ের কোর্স করানো হবে। ২৯ জুলাই এই মেসেজ পান সেই ব্যক্তি। আর এই মেসেজ থেকেই ঘটে যায় এত বিপুল আর্থিক জালিয়াতি। এই ধরনের ফাঁদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নিজেদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের সেটিংস এমন করে রাখতে হবে যাতে অচেনা অপরিচিত কোনো ব্যক্তি তাদের কোনো গ্রুপে জয়েন করাতে না পারে। এই প্রাইভেসি সেটিং কীভাবে চালু করতে হবে তা জানিয়ে ধাপ অনুযায়ী কয়েকটি স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।'


পোস্টে নীতিন কামাথ লেখেন, 'এই জালিয়াতির ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে। বিগত ৯ মাসে সারা দেশে মোট ১১ হাজার কোটি টাকার জালিয়াতি ঘটেছে। আমি এটা ভেবেই ভয় পাচ্ছি যে জালিয়াতরা যদি এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা শুরু করে তাহলে কী হবে ? আর তাই নিজেকে সুরক্ষিত রাখতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম সেটিংস বদলে নিতে পারেন যাতে কোনো অপরিচিত ব্যক্তি বা সংস্থা কোনো গ্রুপে আপনাকে যোগ করাতে না পারে।' হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই সেটিংসে গিয়ে এমন ব্যবস্থা করতে পারেন যাতে তাঁর কন্ট্যাক্টস লিস্টে থাকা ব্যক্তিরাই কেবল তাঁকে কোনো গ্রুপে যোগ করতে পারবেন।


এই পোস্টের কমেন্টে অনেকে লেখেন, 'আমি এই সেটিংস আমার বাবা-মায়ের ফোনে করে দেব, প্রবীণ ব্যক্তিরা এখন সবথেকে বেশি এই ধরনের জালিয়াতির শিকার'। আবার একজন লেখেন, 'খুবই ভাল উপযোগী তথ্য, আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপ সেটিংস এভাবেই বদলে নিলাম'।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: IPO Alert: বাজারে IPO এনেছে সুরক্ষা ডায়াগনস্টিক, বিনিয়োগ করার আগে জানুন ৫ গুরুত্বপূর্ণ বিষয়