Best Mileage Cars in india: পেট্রল, ডিজেলের আগুন দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বেগতিক দেখে এখন বেশি মাইলেজের গাড়ি খুঁজছেন ক্রেতারা। জেনে নিন, দেশের বাজারে এরকমই তিনটি গাড়ির নাম ও তাদের দক্ষতার বিষয়ে।
Maruti Suzuki Celerio: সবার ওপরে মারুতির এই গাড়ি
মারুতি সুজুকি বলতেই ভারতীয় বাজারে মাইলেজের কথা বোঝেন ক্রেতারা। একটা সময় কোম্পানির ক্যাচলাইন ছিল 'কিতনি দেতি হ্যায়'। সম্প্রতি দেশের গাড়ি বাজারে সেই পুরোনো দক্ষতা ফিরিয়ে এনেছে কোম্পানি। মাইলেজের পরিসংখ্যান বলছে, ভারতে সেরা মাইলেজের গাড়ি Maruti Suzuki Celerio AMT। মারুতি সুজুকি সেলেরিও সিরিজের সব ট্রিমের মধ্যে সর্বোচ্চ মাইলেজ দেয় এই AMT। লিটারে ২৬.৬৮ কিমি মাইলেজ দেয় এই হ্যাচব্যাক।
Hyundai Grand i10 Nios: মাইলেজের মার্কেটে 'সেকেন্ড বয়'
Hyundai Grand i10 Nios দেশের অন্যতম জ্বালানি সাশ্রয়ী গাড়ি। আপনি এই গাড়িতে লিটারে ২৬.২ কিলোমিটার মাইলেজ পাবেন। তবে কেবল মাইলেজের জন্যই সবাই এই গাড়ি কেনে এমনটা নয়। দারুণ মাইলেজের পাশাপাশি দুর্দান্ত দেখতে এই গাড়ি। ভারতে এর ভালো চাহিদা রয়েছে। তাই হ্যাচব্যাকের বাজারে ভাল বিক্রি হয় এই গাড়ি।
TATA Altroz: সুরক্ষার সঙ্গে ভাল মাইলেজ
Tata Altroz-এ আপনি লিটারে ২৬ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। তবে মাইলেজ ছাড়াও গাড়িতে রযেছে যাত্রী সুরক্ষার দারুণ বৈশিষ্ট্য। দেশের গাড়ি বাজারে সর্বাধিক মাইলেজের গাড়িগুলির তালিকায় নাম লিখিয়েছে Tata Altroz। বর্তমানে বার্ষিক গাড়ি বিক্রির তালিকাতেও অনেকটাই ওপরে উঠে এসেছে টাটা মোটরসের নাম। যাত্রী সুরক্ষার কথা বললে এখন দেশের সেরা গাড়িগুলির মধ্যে রয়েছে টাটার নাম।
অটো সাইটগুলির মতে, আগে দেশের গাড়ি বাজারে মারুতির একাধিপত্য ছিল। যদিও টাটা ছোট গাড়ির মার্কেটে এন্টার করতেই প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে মারুতিকে। তবে গাড়ি বিক্রির ক্ষেত্রে মাইলেজের থেকে বেশি সুরক্ষার দিকে খেয়াল রাখছে টাটা মোটরস। বর্তমানে টাটার বেশিরভাগ নতুন গাড়ি গ্লোবাল এনসিএপি রেটিংয়ে ৪ স্টার পাচ্ছেই। যার ফলে পরিবারের সুরক্ষার কথা ভেবে টাটার হ্যাচব্যাক বা ছোট এসইউভির দিকে ঝুঁকছে অনেকে।
আরও পড়ুন : New Maruti SUV: ২০ জুলাই হবে লঞ্চ, আসছে মারুতির নতুন এসইউভি