Multibagger Stock: একসময় এই স্টকের দাম ছিল ১০ টাকারও কম, আর আজ চার বছরে দাম ছাড়িয়েছে ১৮০০ টাকা। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে যারা এই স্টক কিনে রেখেছিলেন, তারা দুরন্ত রিটার্ন পেয়েছেন। মাত্র চার বছরের (Best Stocks to Buy) মধ্যেই ২৪,৪৩২ শতাংশ রিটার্ন দিয়েছে এই পেনিস্টক। ২০২০ সালের মে মাসে এই পেনিস্টকের (Multibagger Pennystock) দাম যেখানে ছিল ৭.৪৮ টাকা, সেখানে এখন এই স্টক ১৮৩৫ টাকায় ট্রেড করছে।


বিগত তিন বছরেও দারুণ রিটার্ন দিয়েছে এই পেনিস্টক। ২০২১ সালের মে মাস থেকে ১৬.৫ টাকার স্তর পেরিয়ে এই স্টকে (Best Stocks to Buy) এসেছে ১১০০৭ শতাংশ রিটার্ন। আর শেষ এক বছরের হিসেব ধরলে ৪৬৮ শতাংশ বেড়েছে এই স্টকের দাম। শুধুমাত্র এই বছরের শুরুর চার মাসেই ৮৭.৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। বিগত ৫ মাসের মধ্যে ৪ মাসেই পজিটিভ রিটার্ন দেখা গিয়েছে এই স্টকে। সংস্থার নাম KPI Green Energy।


এপ্রিল ২০২৪-এ এই স্টকের (Multibagger Pennystock) দাম ১৯ শতাংশ বাড়ে এবং মে মাসে বাড়ে ১.৫ শতাংশ। মার্চ মাসে যদিও এর দাম ১২.৫ শতাংশ পড়ে গিয়েছিল। এই বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যথাক্রমে ২৪.২ শতাংশ এবং ৪৩.২ শতাংশ রিটার্ন এসেছে এই স্টকে।


কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড সংস্থা মূলত ভারতে সোলারিজম ব্র্যান্ড নেমের অধীনে সৌরশক্তি সরবরাহ সংক্রান্ত পণ্য উৎপাদন করে থাকে। স্বাধীন শক্তি উৎপাদক হিসেবে সৌরশক্তি প্ল্যান্টগুলি রক্ষণাবেক্ষণ করে এই সংস্থা। এই সংস্থার আগের নাম ছিল কেপিআই গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ২০২২ সালের এপ্রিলে এই সংস্থার নাম বদলে হয় কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। ২০০৮ সালে ভারতের সুরাটে প্রথম তৈরি হয়েছিল এই সংস্থা।


গত বছরের তুলনায় এই সংস্থার (Multibagger Pennystock) নেট প্রফিট এই বছর ৮.৬৬ কোটি টাকার বদলে বেড়ে হয়েছে ২৫.৮ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে যদিও ৪০.৭৭ কোটি টাকা নেট প্রফিট হয়েছিল কেপিআই গ্রিন এনার্জি সংস্থার। গত বছর এই সংস্থার স্টক আবার স্প্লিটও হয়েছিল। ১০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারের বদলে ৫ টাকা ফেসভ্যালুর দুটি শেয়ার মিলেছিল।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Stock Market Today: লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই বাজারে বড় ধস, তিন লক্ষ কোটি টাকার ক্ষতি