Bharat Highways IPO: আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি বাজারে এসে গেল ভারত হাইওয়ের আইপিও। এটি মূলত একটি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এর পাবলিক ইস্যুতে এবার থেকে আপনিও চাইলে বিড করতে পারবেন। শুরু হয়েছে সাবস্ক্রিপশন, চলবে ১ মার্চ পর্যন্ত। অর্থাৎ ১ মার্চ পর্যন্ত এই আইপিওতে আপনি বিড করতে পারবেন। জানা গিয়েছে, বাজার থেকে মোট ২৫০০ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা আর তাই আইপিও এনেছে বাজারে।


ভারত হাইওয়েজ ইনভিট মূলত একটি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট যেখানে ভারতের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেটের (Bharat Highways IPO) পোর্টফোলিও ম্যানেজ করা হয়। SEBI-র অধীনে এই ট্রাস্ট পরিচালিত হয়। এই ট্রাস্টের অধীনে এখন সাতটি রাস্তার অ্যাসেট সম্বলিত একটি পোর্টফোলিও আছে। পঞ্জাব, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে এই সমস্ত রাস্তা তৈরি হবে। ৪৯৭.২৯২ কিমি রাস্তা তৈরি হবে এবং মেনটেন্যান্স হবে এই সংস্থার অধীনে। ২০২৩ ৩১ মার্চ থেকে আজকের দিনের মধ্যে ভারত হাইওয়ে ইনভেস্টেমেন্ট ট্রাস্টের রেভিনিউ কমেছে ৩.৯২ শতাংশ এবং সংস্থার কর-বিমুক্ত আয় বেড়েছে ৭৩৮.৩৪ শতাংশ।


এই সংস্থায় বিনিয়োগ করার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য।


আইপিও তারিখ


Bharat Highways InvIT-এর আইপিও (Bharat Highways IPO) লঞ্চ হয়েছে ২৮ ফেব্রুয়ারি। আজ থেকেই শুরু সাবস্ক্রিপশন। বিড করা যাবে আগামী ১ মার্চ পর্যন্ত।


প্রাইস ব্যান্ড কত


Bharat Highways InvIT-এর আইপিওর প্রাইস ব্যান্ড নির্ধারিত হয়েছে শেয়ার পিছু ৯৮ টাকা থেকে ১০০ টাকা।


আইপিও সাইজ


এই সংস্থার বুক বিল্ট ইস্যু মূলত ২৫০০ কোটি টাকার। আর এই টাকা তুলতে সংস্থার পক্ষ থেকে ২৫ কোটি শেয়ার ইস্যু করা হবে বলে জানা গিয়েছে।


লট সাইজ কত হবে


উৎসাহী বিনিয়োগকারীরা এই আইপিওতে (Bharat Highways IPO) বিনিয়গ করতে চাইলে ১৫০টি শেয়ারের একটি লট কিনতে পারেন। অর্থাৎ এই আইপিওর একটি লটে ১৫০টি শেয়ার আছে। শেয়ারের দাম ১০০ টাকা ধরলে লট সাইজের ভ্যালু দাঁড়াবে ১৫০০০ টাকা।


কবে অ্যালটমেন্ট


সোমবার ৪ মার্চ এই সংস্থার আইপিওর অ্যালটমেন্ট হবে বলে জানা গিয়েছে।


কবে লিস্টিং


শেয়ার বাজারে আগামী ৬ মার্চ সম্ভবত Bharat Highways InvIT সংস্থার শেয়ার নথিভুক্ত হবে বলেই জানা গিয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Reliance Capital Delisting: অনিল অম্বানির রিলায়েন্স ক্যাপিটালে বড় খবর, স্টক এক্সচেঞ্জে থাকবে না কোম্পানি,আগামীতে কী হবে ?