সিমলা : লোকসভা ভোটের ( Loksabha Poll ) আগে হিমাচল প্রদেশে ( Himachal Pradesh ) কংগ্রেসের ঘর ভাঙার আশঙ্কা। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং (Vikramaditya Singh )। বিক্রমাদিত্যের মা প্রতিভা সিং কংগ্রেস সাংসদ ও হিমাচলের প্রদেশ কংগ্রেস সভানেত্রী।
পদত্যাগের পর বিক্রমাদিত্য সিং ( Congress MLA Vikramaditya Singh)জানান, “আমি শুধু বলতে চাই যে বর্তমান পরিস্থিতিতে, এখনও সরকারের সঙ্গে থেকে কাজ চালিয়ে যাওয়া আমার পক্ষে উচিত নয়। তাই আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে,আমি আমার সহযোগীদের সঙ্গে কথা বলব, তারপরে ভবিষ্যতের পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেব "
নিজের সিদ্ধান্তর কথা জানাতে গিয়ে বিক্রমাদিত্যর চোখ ভিজে যায়। বাবা বীরভদ্র সিংয়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তরুণ রাজনীতিক। তিনি বলেন, যিনি ৬ টি টার্ম রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যাঁর জনিয রাজ্যে এই সরকার গঠিত হয়েছিল, মল রোডে তাঁর মূর্তি বসানোর জন্য একটি ছোট্ট জায়গা খুঁজে পাওয়া গেল না ! সরকারের তরফে এমন সম্মান আমার প্রয়াত বাবাকে দেখানো হয়েছে। আমরা আবেগপ্রবণ মানুষ, এটা খুবই দুর্ভাগ্যজনক...আমি রাজনৈতিকভাবে নয়, আবেগগতভাবে খুব আহত হয়েছি..."
বুধবার পদত্যাগের কথা জানিয়ে বিক্রমাদিত্য বলেন, তিনি গত এক বছরে সরকারের কাজকর্ম নিয়ে মুখ খোলেননি। কিন্তু এখন তিনি মানুষের স্বার্থে কথা বলতে চান। তিনি বলেন, মন্ত্রিত্ব থেকে তাঁর কাছে গুরুত্বপূর্ণ হল হিমাচলের মানুষের সম্পর্ক। তাঁর দাবি, ইদানীং কংগ্রেস সরকার বিধায়কদের একাংশকে অবহেলা করে কাজ করেছে। তাঁদের কথা বলতে দেওয়া হচ্ছে না।
সূত্রের খবর, বিজেপিতে যেতে পারেন কংগ্রেস বিধায়ক। গতকাল হিমাচল প্রদেশে রাজ্যসভা আসনের ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি। এই ফলাফলে চাঙ্গা গেরুয়া শিবির। বুধবার সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন হিমাচলের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর।