Share Market: গত বছর ২০২৩ সালে বাজারে এসেছিল এই আইপিও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের SME ক্যাটাগরিতে লিস্টেড হয়েছিল এই সংস্থা। আর সেই থেকে আজকের দিন পর্যন্ত কেউ যদি এই আইপিওতে বিনিয়োগ ধরে রাখতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ১৫২৮ শতাংশ রিটার্ন (Multibagger Share) পেতেন। এক বছরের একটু বেশি সময় ধরে বিনিয়োগকারীরা এই শেয়ার থেকেই পেতে পারতেন ১৭.৫৮ লাখের মুনাফা। কোন সংস্থার (RBM Infracon Share Price) শেয়ার ? কেমন রিটার্ন দিয়েছে ?
কোন সংস্থার শেয়ারে এত রিটার্ন
সংস্থার নাম আরবিএম ইনফ্রাকন। এই বুধবার ১০ এপ্রিল প্রথমার্ধে এই শেয়ারে কোনও কেনাবেচা দেখা যায়নি। বাইং ফ্রিজ ছিল। পরে দ্বিতীয়ার্ধেও আবার খুব কম ভলিউমে এই শেয়ারে ট্রেডিং দেখা যায়। ৫৮৬.২০ টাকাতেই ফ্ল্যাট থাকে শেয়ারটি (Multibagger Share)। তাঁর আগেরদিন অর্থাৎ মঙ্গলবার এই শেয়ারের দাম ৪.৯৮ শতাংশ কমতে দেখা গিয়েছিল। তবে কিছু কিছু বাজার বিশেষজ্ঞ বলছেন এখন খুব কম ভলিউমে ট্রেড করলেও আগামীতে এই শেয়ারের দাম বাড়বে ৬০০ টাকা পর্যন্ত। বেশ কিছু মাস ধরেই এই শেয়ারের দাম ছুঁয়েছিল আপার সার্কিটে।
শেয়ারের দামে ওঠানামা
২০২৩ সালের ৪ জানুয়ারি এই আরবিএম ইনফ্রাকনের (RBM Infracon Share Price) আইপিও বাজারে ৪৬ শতাংশ প্রিমিয়ামে লঞ্চ হয় ৫২.৫ টাকায়। এর ইস্যু প্রাইস ছিল ৩৬ টাকা। প্রথম দিনেই যদিও এই শেয়ার ৫৩.১ শতাংশ বেড়ে হয় ৫৫.১ টাকা। এই বছর ফেব্রুয়ারি মাসে আরবিএম ইনফ্রাকনের শেয়ার সর্বকালীন উচ্চতা ছুঁয়ে ফেলে ৭৪৪ টাকার সীমা। ২০২৩ সালের জুলাই মাসে এই সংস্থার সর্বকালীন নিম্নসীমা ছিল ৫০.৫ টাকা, সেখান থেকে আজকের দিনে এক বছরের মধ্যেই ৮৬৭.০১ শতাংশ বেড়ে গিয়েছে আরবিএম ইনফ্রাকন (RBM Infracon Share Price) শেয়ারের দাম।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।